শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘ব্লুমফন্টেইনে ভালো করবে ওরা’

ক্রীড়া ডেস্ক

‘ব্লুমফন্টেইনে ভালো করবে ওরা’

সাকিব

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে? এ নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ‘অ্যাম্বাসেডর’ সাকিব আল হাসান, এ নিয়ে কোনো মতান্তর নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ এখন দিন দিন উপরেই উঠছে। সাকিবও পিছিয়ে নেই। পারফরম্যান্সের ধারাবাহিকতায় টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষস্থানটি নিজের করে নিয়েছেন। ক্রিকেট ইতিহাসে যা বিরল। এমন কৃতিত্ব দেখিয়ে তিনি যেমন নিজেকে অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছেন একইভাবে সম্মানিত করেছেন দেশকেও। এবারও আর একবার সম্মানিত করলেন নিজের প্রিয় দেশকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে। ১৫ সদস্যের কমিটির অপরাপর সদস্যদের মধ্যে অন্যতম সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক  ব্রেন্ডন ম্যাককুলাম, ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ফাস্ট বোলার ইয়ান বিশপের মতো গ্রেট ক্রিকেটাররা। আইসিসি ক্রিকেটের শাসক সংস্থা। কিন্তু ক্রিকেটের সবগুলো আইন করে থাকে এমসিসি। কিছুদিন আগে ক্রিকেট ব্যাটের পরিধি নিয়ে আইসিসি যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেটা শুরুতে এমসিসি কমিটি সুপারিশ করেছে। এরপর সেটার চূড়ান্ত রূপ দিয়েছে আইসিসি। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক মাইক ব্রিয়ারলি। এবার চেয়ারম্যান হয়েছেন ব্রিয়ারলির জায়গায় মাইক গ্যাটিং। ডাক পেয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের তার সদস্যপদ কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। সদস্যপদ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সাকিব, ‘এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে বেছে নেওয়ায় সত্যিই সম্মানিত বোধ করছি। আমাকে এমন সম্মান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ।’

টেস্ট সিরিজ খেলেননি সাকিব। তবে ওয়ানডে সিরিজ খেলতে ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম টেস্টে ৩৩৩ রানের হারের পরও সাকিব বিশ্বাস করেন আজ শুরু ব্লুমফন্টেইন টেস্টে ঘুরে দাঁড়াবে দল, ‘আশা করি দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো করব। আমি নিশ্চিত দল ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। ঘুরে দাঁড়ানোর যে সামর্থ্য রয়েছে ক্রিকেটারদের, এই বিশ্বাসটা রয়েছে দলের সবার। আমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতামূলক একটি টেস্ট দেখতে পাব।’ গতকাল ঢাকা ডায়নামাইটসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে দলের ঘুরে দাঁড়ানোর কথা বলেন আত্মবিশ্বাসের সঙ্গে। 

সর্বশেষ খবর