শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এখন শুধু অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

এখন শুধু অপেক্ষা

উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। হকি স্টেডিয়ামে চলছে জিমিদের শেষ মুহূর্তের প্রস্তুতি —বাংলাদেশ প্রতিদিন

প্রস্তুত ঢাকা। এখন শুধু মাঠে নামার অপেক্ষায় এশিয়া কাপ হকি। ১১ অক্টোবর পর্দা উঠছে হকির এই জনপ্রিয় আসরের। ১৯৮৫-এর পর ৩২ বছরের মাথায় ঢাকায় ফিরে এসেছে এশিয়া কাপ। পুরোপুরি নতুন রূপে অনুষ্ঠিত হবে আট দলের শ্রেষ্ঠত্বের লড়াই। ’৮৫ সালে হয়েছিল তৎকালীন ঢাকা স্টেডিয়ামে ঘাসের মাঠে। এবার নিজস্ব ভেন্যু মওলানা ভাসানী স্টেডিয়ামে। টার্ফে বাংলাদেশের সূচনা হয়েছে আরও আগেই। বাকি ছিল ফ্লাডলাইটের। সেই স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। এবার এশিয়া কাপের অধিকাংশ ম্যাচ হবে ফ্লাডলাইটে। আগামীকালই দলগুলো আসতে শুরু করবে। স্বাগতিকদের লড়তে হবে কঠিন গ্রুপে। পাকিস্তান, ভারত ও জাপান প্রতিপক্ষ বাংলাদেশের। রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক করে চূড়ান্ত দলও গঠিত হয়েছে। বিকেএসপি ঘুরে বাংলাদেশের এখন শেষ প্রস্তুতি চলছে মওলানা ভাসানী স্টেডিয়ামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর