বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জয় দিয়ে শুরু ভারতের

ক্রীড়া প্রতিবেদক

দুইবারের চ্যাম্পিয়ন। গত আসরের রানার্স আপ। এশিয়া কাপের চলতি আসরের অন্যতম ফেবারিট ভারত। গতকাল ১০ম আসরের উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে। ৫-১ গোলে হারিয়েছে ‘সূর্যোদয়ের দেশ’ জাপানকে।  এশিয়া কাপের উদ্বোধন করেন  পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এশরার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং এশিয়া হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম। ভারত আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন। ২০০৩ ও ২০০৭ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। গতবার ফাইনালে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। এবার এসেছে শিরোপা জেতার প্রস্তুতি নিয়ে। প্রথম ম্যাচেই গতিশীল খেলা খেলে উড়িয়ে দিয়েছে জাপানকে। খেলার ৩ মিনিটে এগিয়ে যায় ভারত সম্প্রীত সুনিলের গোলে (১-০)। পরের মিনিটে সমতা আনে কিতজাতো কেঞ্জি (১-১)। ২২ মিনিটে ভারতকে এগিয়ে দেন উপধায়া ললিত (২-১)। ভারতেরএগিয়ে থাকায় শেষ হয় প্রথমার্ধ। ৩৩ মিনিটে ভারতের পক্ষে তৃৃতীয় গোলটি করেন আর সিং (৩-১)। এরপর ৩৫ ও ৪৮ মিনিটে দলের পক্ষে চার, পাঁচ নম্বর গোল করেন এইচ সিং।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর