শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল

ক্রীড়া ডেস্ক

ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল

ভারতের এক উগ্র ক্রিকেট সমর্থক ঢিল ছুঁড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বহনকারী বাসের জানালা ভেঙে দিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেটে ভারতের গুয়াহাটিতে। দ্বিতীয় টি-২০ ম্যাচে স্বাগতিক ভারতকে ৮ উইকেট হারিয়ে হোটেলে ফিরছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পথের মধ্যেই তারা এই দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর ভাঙা জানালার ছবি টুইটারে আপলোড করেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারোন ফিঞ্চ। স্ট্যাটাসে লিখেছেন, ‘ভয়ঙ্কর ঘটনা। টিম বাসের জানালায় পাথড় ছুঁড়ে মারা হয়েছে।’ অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্বা বলেন, ‘আমি হেডফোন খোলার পরই হৈ চৈ শুনতে পাই। তার দেখলাম কি ঘটনা ঘটে গেছে। এটা সত্যিই ভয়ের বিষয়। পুরো ঘটনাটা ৫ সেকেন্ডের মধ্যে ঘটে যায়। ঘটনাটি ছিল খুবই হতাশার। তবে কারোও কোনো ক্ষতি হয়নি।’ অসি বোলার বলেন, ‘আমরা জানি, ভারতীয় দর্শকরা খুবই ভালো। ম্যাচ চলাকালীন কিছু ঘটেনি। ভীড়ের মধ্যেও কোনো কাণ্ড ঘটেনি। কিন্তু হোটেলের কাছে তারা কেন যেমন একটি কাণ্ড করে বসলো মাথায় আসছে না। এখন সফরটা আমাদের জন্য কঠিন করে দিল।’

ঘটনাটির পর ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে। এই ম্যাচ দিয়ে দীর্ঘ বছর পর আসামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হলো। কিন্তু এমন এক বাজে ঘটনায় সব কিছুই যেন ভন্ডুল হয়ে গেল। তাই টুইটারে ক্ষমা প্রার্থনা করেছেন আসামের স্থানীয় সরকার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সর্বশেষ খবর