শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডেতে কি বদলে যাবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে কি বদলে যাবে টাইগাররা

দক্ষিণ আফ্রিকায় এমন উৎসবের দেখা মিলবে কি

টেস্ট সিরিজে ব্যর্থতার কোনো ব্যাখ্যা নেই। মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বড় হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ব্যর্থতা অনিবার্যই ছিল! মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল ছিল একেবারেই ছন্নছাড়া। ক্রিকেটারদের শরীরী ভাষায় আত্মবিশ্বাসের কোনো ছাপই ছিল না। খেলা দেখে মনে হয়েছে যেন হঠাৎ করে ক্রিকেটারদের নামিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে। বাংলাদেশের আগের বেশ কয়েকটি সিরিজ খেলেছে উপমহাদেশের মাটিতে। ধীরগতির উইকেটে। উপমহাদেশের উইকেটে বল ব্যাটে আসে সহজে। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেট সম্পূর্ণ ভিন্ন। সেখানে বলের গতির সঙ্গে সামঞ্জস্য রাখাটাই কঠিন। এজন্য দরকার ছিল কঠোর অনুশীলনের। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টেস্টে বাংলাদেশের ক্রিকেটার যেভাবে খেলেছেন তা দেখে সাবেক ক্রিকেটারদের অনেক মনে করছেন অনুশীলনের ঘাটতির কারণেই বাংলাদেশ এতো খারাপ করেছে। দুই টেস্টে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর এখন ওয়ানডে সিরিজে সাফল্য নিয়েও সংশয় রয়েছে। কেন না টেস্টে প্রোটিয়া পেসারদের খেলতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। অথচ বলতে গেলে টেস্টে সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় সারির বোলারদের খেলিয়েছে। পেসার মরনে মরকেল মাত্র একটা ইনিংস বোলিং করেছেন। তারপরই ইনজুরি। মরকেল ওই এক ইনিংসেই সব লণ্ডভণ্ড করে দিয়েছেন।  সেরা দুই বোলার ডেল স্টেইন ও ভারনন ফিলান্ডারকে তো বাংলাদেশের ব্যাটসম্যানদের এখনো ফেস করতে হয়নি। এই দুই ভয়ঙ্কর বোলার বোলিং করলে কি অবস্থা হতো কে জানে! টেস্ট সিরিজ ছিল হতাশার। কিন্তু ওয়ানডেতে কি বাংলাদেশ পারবে ঘুরে দাঁড়াতে? নাকি ব্যর্থতার ধারাবাহিকতা রাখবে। তবে ওয়ানডে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি। এখানেই একটা ভরসার জায়গা। কেন না অধিনায়ক হিসেবে মাশরাফি সত্যিই আলাদা। মাঠে যতক্ষণ থাকেন দাপটের সঙ্গেই নেতৃত্ব দেন। কোচ তার ওপর খুব বেশি একটা খবরদারি করার সুযোগ পান না। তা ছাড়া সতীর্থদেরও দারুণভাবে উৎসাহিত করতে পারেন মাশরাফি।

তা ছাড়া টেস্ট সিরিজের ব্যর্থতার পর কোচ হাতুরাসিংহেরও একটা শিক্ষা হয়েছে। হয়তো কোচও অনুধাবন করতে পেরেছেন, শুধু ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নেই। মাঠে ক্রিকেটাররা যদি ভালো করতে না পারেন সে দায়টা তারই। কেন না তিনি সেভাবে অনুশীলন করাতে পারেননি। টেস্ট সিরিজ থেকে বাংলাদেশ যদি সত্যিই শিক্ষা নিয়ে থাকে তবে ওয়ানডে সিরিজে সাফল্য আসতে বাধ্য!

সর্বশেষ খবর