শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচ কী বার্তা দিল

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচ কী বার্তা দিল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে আগামীকাল। টেস্টের পর ওয়ানডের জন্য প্রস্তুতি নিয়ে বেশ কয়েক দিন সময় পেয়েছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাসির হোসেন ও সাইফ উদ্দিন। টেস্ট দলের তুলনায় ওয়ানডেতে শক্তিমত্তা বেড়ে গেছে বাংলাদেশের। চূড়ান্ত লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু পারফরম্যান্সে খুব একটা পরিবর্তন আসেনি। প্রস্তুতি ম্যাচে ছন্নছাড়া বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা একাদশের বিরুদ্ধে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টাইগাররা। এবারও সেই ব্যাটিং ব্যর্থতা। নির্ধারিত ৫০ ওভারের ১১ বল বাকি থাকতেই অলআউট বাংলাদেশ। যদিও প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে টেনশনের কিছু নেই। এই ফল রেকর্ডবুকে কোথাও লেখা থাকবে না। তবে জিততে পারলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে যেত।

দলের সঙ্গে যুক্ত হয়েই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সাকিব। ৬৭ বলে করেছেন ৬৮ রান। হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। টেস্টে প্রোটিয়া পেসারদের বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি সাব্বির। কিন্তু ওয়ানডেতে দাপটের সঙ্গেই ব্যাটিং করেছেন। প্রস্তুতি ম্যাচে টাইগারদের ইতিবাচক দিক খুঁজে পাওয়া যায় না বললেই চলে। কেননা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের মাত্র দুজন ক্রিকেটার ছিলেন ওই দলে। অধিনায়ক জেপি ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় সারির ক্রিকেটাররাই যেখানে বাংলাদেশকে বিপাকে ফেলেছে, সেখানে আসল লড়াইয়ে যে কী হবে? বোলিং নিয়েও গর্ব করার কিছু নেই। কেননা বোলাররা দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিয়েছেন ১৪৭ রানে। অথচ এই রানের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানই চলে গিয়েছিল সাজঘরে। তবে এই ম্যাচে মাশরাফির প্রস্তুতি ভালোই হয়েছে। ৯ ওভার বোলিং করে ৪৭ রানে এক উইকেট নিয়েছেন মাশরাফি। ব্যাট হাতেও ঝড়ো গতিতে করেছেন ১৭ রান। একটি করে চার ও ছক্কার মার ছিল তার ইনিংসে। তবে সাকিব দুর্দান্ত ব্যাটিং করলেও বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৫ ওভার বোলিং করে দিয়েছেন ৩০ রান, কোনো উইকেটও পাননি। নাসির ও সাইফ উদ্দিনের ব্যাটেও রান ছিল না। বাকিদের পারফরম্যান্স টেস্টের মতোই। ব্যাটিংয়ে সৌম্য সরকার ও লিটন কুমার দাস দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। আর বোলিং মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। তবে মাঝেমধ্যে কিছু দারুণ ডেলিভারি দিয়েছেন তারা দুজনেই। সাফল্য বলতে এই যা।

সর্বশেষ খবর