শিরোনাম
শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কোরিয়া-মালয়েশিয়া হেভিওয়েট ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ হকির আগের ৯ আসরের চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। বর্তমান চ্যাম্পিয়নও। মালয়েশিয়া একবারও এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিতে পারেনি। তারপরও র্যাংঙ্কিয়ে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার চেয়ে এগিয়ে। এশিয়ান হকির দুই পরাশক্তি কোরিয়া ও মালয়েশিয়া। আজ সন্ধ্যায় ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নামছে দুই হকি শক্তি। একই দিন দুপুরে খেলবে চীন ও ওমান।

১৯৯৪, ১৯৯৯, ২০০৯ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন কোরিয়া। মালয়েশিয়ার সর্বোচ্চ প্রাপ্তি ২০০৭ সালে তৃতীয়। আজ দুই দলের মাঠের লড়াইয়ে নামার আগে প্রথম ম্যাচে সহজ জয় তুলে নেয়। মালয়েশিয়া ৭-১ গোলে হারায় চীনকে। কোরিয়া ৭-২ গোলে হারায় ওমানকে। প্রথম ম্যাচে চীন ও ওমান লড়বে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সুপার ফোর। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই খেলবে ফাইনাল। প্রথম রাইন্ড শেষে মোটামুটি নিশ্চিত কোন চার দল খেলবে সুপার ফোর। নিচের চার দল খেলবে স্থান নির্ধারণী ম্যাচ।

সর্বশেষ খবর