শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ক্ষুব্ধ মাদ্রিদে অতিথি বার্সা

ক্রীড়া ডেস্ক

কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনার সঙ্গে অঘোষিত লড়াই চলছে স্পেনের রাজধানী মাদ্রিদের। কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা আপাতত স্থগিত করা হলেও দুই পক্ষের বাকবিতণ্ডা চলছেই। এই অবস্থায়ই বার্সেলোনা লা লিগার ম্যাচ খেলতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আজ দিয়েগো সিমিওনের শিষ্যদের হারাতে পারলেই নিজেদের ইতিহাসে মৌসুমের সেরা সূচনা হবে কাতালানদের। ৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সেভিয়া। এ ছাড়া ভ্যালেন্সিয়া (১৫) তিনে, অ্যাটলেটিকো মাদ্রিদ (১৫) চারে ও রিয়াল মাদ্রিদ (১৪) নম্বরে অবস্থান করছে। এদিকে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। গেটাফের মাঠে খেলতে যাচ্ছে জিদানের শিষ্যরা। মৌসুমের শুরুটা খুবই বাজে ছিল রিয়ালের।

সর্বশেষ খবর