রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারাল মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারাল মালয়েশিয়া

এশিয়া কাপ হকিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে মালয়েশিয়া। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার পর উল্লাসে মেতেছেন মালয়েশিয়ান খেলোয়াড়রা —বাংলাদেশ প্রতিদিন

চীন ও ওমানকে সমমানের দলই বলা যায়। আগের ম্যাচে দুই দলই বিধ্বস্ত হয়েছিল। চীন হারে মালয়েশিয়ার কাছে। আর ওমান পরাজিত হয় ফেবারিট দক্ষিণ কোরিয়ার কাছে। গতকাল এশিয়া কাপ হকিতে প্রথম জয়ের মুখ দেখল চীন। ২-১ গোলে তারা পরাজিত করে ওমানকে। খেলায় সুস্পষ্ট প্রাধান্য ছিল চীনের। ছয়টি পেনাল্টি কর্নার তারা পেয়েছিল। কিন্তু এখান থেকে তারা গোল করে ১টি। অন্যদিকে ওমান দুটি পেনাল্টি কর্নার পেলেও প্রথমটি থেকে গোল আদায় করে নেয়। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চীনকে এগিয়ে রাখেন ডু তা নাক। ১ মিনিট পরই পিসি থেকে সমতা ফেরান রাশাদ ফারাজি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৪৪ মিনিটে ফিল্ড গোলে চীনকে এগিয়ে রাখেন জুয়ান কুইয়াং। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ হয়েছে। কেউ আর গোলের দেখা পায়নি। চীন জিতে ২-১ গোলে। চীন বা ওমানের কেউ সুপার ফোরের খেলার সম্ভাবনা নেই। তারা লড়ছে মূলত ৫ বা ৬ নম্বরে থাকতে। বাংলাদেশেরও একই অবস্থা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া দুর্দান্ত খেলে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে পরাজিত করে সুপার ফোর নিশ্চিত করেছে। শুরু থেকেই মালয়েশিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। একের পর এক আক্রমন করে প্রতিপক্ষকে দিশাহারা করে রাখে। ২-০ গোলে এগিয়েছিল মালয়েশিয়া। কিন্তু শেষের দিকে দক্ষিণ কোরিয়া একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। এ জয়ে  প্রমান মিলেছে মালয়েশিয়া এবার ট্রফি জিততেই ঢাকায় এসেছে।

সর্বশেষ খবর