রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মোহামেডানের টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানের টানা তৃতীয় জয়

মোহামেডানের বিজয়ের চার নায়ক —বাংলাদেশ প্রতিদিন

টানা তিন ম্যাচে জয়। ঢাকা মোহামেডানের কাছে যা মামুলিই ছিল। যাক, এখন জয়ই যেখানে ভাগ্যে পরিণত হয়েছে, সেখানে টানা তিন ম্যাচ সাদা-কালো সমর্থকদের অবিশ্বাসই মনে হচ্ছে। আরামবাগ, মুক্তিযোদ্ধার পর কাল ব্রাদার্স ইউনিয়নকে হারাল। পেশাদার ফুটবল লিগ মোহামেডান শুরুটা করেছিল হেরে। শেষটা হলো জয় দিয়ে। ১১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ১৭। রোমাঞ্চকর ম্যাচই বলা যায়। ৪-৩ গোলে সাদা-কালোরা জয় পেয়েছে। ছয় মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। অনিক হোসেনের বাড়ানো বলে বিপুল নিয়ন্ত্রণ এনে গোল করেন। ১১ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্সের পক্ষে সমতা ফেরান অগাস্টিন। প্রথমার্ধে ইনজুরি টাইমে মেজবার গোলে ব্রাদার্স এগিয়ে যায়। ৫৮ মিনিটে স্যামসন ইলিয়াসু সমতা ফেরান ২-২। ৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় মোহামেডান। জাহিদ হাসান এমিলিকে ডি-বক্সের ভিতর ফাউল করলে মোহামেডান পেনাল্টি পায়। দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় ব্রাদার্সের লিটনকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। কিংসলে গোল করলে ব্যবধান ৩-২ হয়। ৭৯ মিনিটে পেনাল্টি থেকেই ব্রাদার্সকে সমতায় ফেরান জুনাপিও। নির্ধারিত সময় পার হওয়ার পর ইনজুরি টাইমে মিঠুন গোল করে মোহামেডানকে লিগে পঞ্চম জয় এনে দেন। এক ম্যাচে তিন পেনাল্টি ও এক লাল কার্ড যা কখনো ঘরোয়া ফুটবলে দেখা যায়নি।

এক সময়ের দেশসেরা ব্রাদার্স ইউনিয়নের অবস্থা করুণ বলা যায়। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে তাদের অবস্থান এগারোতে।

সর্বশেষ খবর