সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কিংবদন্তিদের কাতারে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

কিংবদন্তিদের কাতারে সাকিব

সনত জয়সুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকদের পাশে নাম লেখাতে মাত্র ১৭ রান দরকার ছিল সাকিব আল হাসানের। গতকাল ‘হীরকের শহর’ কিম্বার্লিতে করেছেন ২৯ রান। ইনিংসের ২০ নম্বর ওভারে প্রিটোরিয়ার বলে সিঙ্গেল নিয়েই কিংবদন্তি ক্রিকেটারদের পাশে নাম লিখেন বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম ইকবালের পর ৫ হাজারী ক্লাবে নাম লেখানো বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার সাকিব। তবে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড এখন ‘রেকর্ডের বরপুত্র’ সাকিবের। রেকর্ডটি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সবচেয়ে কম ম্যাচে। ১৭৮ ম্যাচে সাকিবের রান ৫ হাজার ১২ ও উইকেট ২২৪টি। ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ডও কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের। সেটা করেছিলেন ১৫৬ ম্যাচে। এই রেকর্ডে এত দিন শীর্ষে ছিলেন জ্যাক ক্যালিস। ১৪২ ম্যাচে ৫ হাজার রান করলেও ২০০ উইকেট পেতে তিনি ম্যাচ খেলেছিলেন ২২১টি। ওয়ানডেতে ৫ হাজার  রান ও ২০০ উইকেট নেওয়া পাঁচ ক্রিকেটারের পরিসংখ্যান- সাকিব ১৭৮ ম্যাচে ৫ হাজার ১২ রান ও ২২৪ উইকেট। ক্যালিস ২২১ ম্যাচে ৭ হাজার ৭০৩ রান ও ২০০ উইকেট, জয়সুরিয়া ২৩৫ ম্যাচে ৬ হাজার ৬০১ রান ও ২০০ উইকেট, আফ্রিদি ২৩৯ ম্যাচ ৫ হাজার ৭১ রান ও ২০১ উইকেট এবং রাজ্জাক ২৫৮ ম্যাচ ৫ হাজার ৪০ রান ও ২৬৩ উইকেট। 

সর্বশেষ খবর