সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বার্সাকে রুখে দিল অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

বার্সাকে রুখে দিল অ্যাটলেটিকো

কাতালুনিয়ার স্বাধীনতার বিষয় নিয়ে বার্সেলোনা-মাদ্রিদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলছে। অ্যাটলেটিকোর মাঠে খেলতে যাওয়ার আগে মেসিদের জন্য এটা এক কঠিন চ্যালেঞ্জই ছিল। গ্যালারি থেকে কত রকমের তিক্ত বক্তব্য যেন ছুটে আসে বার্সেলোনাকে লক্ষ্য করে! কিন্তু তেমন কিছুই ঘটল না। বরং ম্যাচের আবহে সন্তুষ্ট বার্সেলোনা। আর ভক্তদের প্রতি কৃতজ্ঞ অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারিয়েছিল বার্সেলোনা। তবে চলতি মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। টানা সাতটা ম্যাচ জিতেছিল কাতালানরা। তবে টানা জয়ের রেকর্ডটা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডাতে গিয়েই মুখ থুবড়ে পড়ল। গত শনিবার গভীর রাতে লা লিগার ম্যাচে দিয়েগো সিমিওনের শিষ্যরা বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছে। এই প্রথম লা লিগায় পয়েন্ট হারিয়েছে ভাল ভারদের শিষ্যরা। অবশ্য হেরে গেলেও ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যরা গত শনিবার ২-১ গোলে হারিয়েছে গেটাফেকে। মৌসুমে লা লিগায় প্রথম গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাটলেটিকোর মাঠে শুরুর দিকে গোল খেয়ে মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটেই সাউল নিগুয়েজের গোলে এগিয়ে গিয়েছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এরপর অনেক চেষ্টা করেও বার্সেলোনা সমতায় ফিরতে পারেনি। সত্যি বলতে কী প্রথমার্ধে বার্সাকে খেলতেই দেয়নি অ্যাটলেটিকো। তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় বার্সা। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের শেষ দিকে দলকে সমতায় ফেরান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। লিওনেল মেসি অবশ্য দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নাহলে জয় নিয়েই বাড়ি ফিরতে পারতো বার্সেলোনা। সুয়ারেজের গোলে পরাজয়ের লজ্জা থেকে বাঁচালেও বার্সেলোনার জয় রথ থামিয়ে দিয়েছে অ্যাটলেটিকো। অবশ্য লা লিগায় অ্যাটলেটিকোর বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল বার্সেলোনা।

ড্রয়ের পর সন্তুষ্ট বার্সা কোচ ভাল ভারদে বলেছেন, ‘মেসি এখন ক্লান্ত।’ ক্লান্ত তো হবেনই। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল সমানতালে খেলতে হচ্ছে মেসিকে। অবশ্য ড্রকেই বড় প্রাপ্তি হিসেবে ধরে নিয়েছেন বার্সা কোচ। লা লিগায় প্রথম সাত ম্যাচ জেতার পর এই ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২। রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর অ্যাটলেটিকো মাদ্রিদ ১৬ পয়েন্ট সংগ্রহ করে আছে তৃতীয় স্থানে। এদিকে লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও। জয় পেয়েছে রিয়াল সুসিদাদও। তারা ২-০ গোলে হারিয়েছে অ্যালাভেসকে।

সর্বশেষ খবর