সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় ১৯৮৫ এশিয়া কাপ হকির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৩২ বছর পর ঢাকাতে দ্বিতীয়বারের মতো হকির এই জনপ্রিয় আসর হচ্ছে। গতকাল ‘এ’ গ্রুপে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দল। এবার আর পেরে উঠল না শাহবাজদের উত্তরসূরিরা। ৩-১ গোলে জিতে গেছে ভারত। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নিল দুবারের এশিয়াকাপ বিজয়ীরা।

টুর্নামেন্টে ভারত যে হট ফেবারিট তা শুরু থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রথম ম্যাচে ৫-১ জাপান, পরে বাংলাদেশ ৭-০, কাল পাকিস্তান হারল ৩-১ গোলে। পরিসংখ্যানে ’৯৪-এর বিশ্বকাপ জয়ীরা অনেক এগিয়ে। কিন্তু সাম্প্রতিককালে হকির লড়াইয়ে তারা ভারতের সামনে দাঁড়াতে পারছে না। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে মনপ্রীতসিংরা। প্রথম কোয়ার্টার অর্থাৎ ১৫ মিনিটে ম্যাচ ছিল গোলশূন্য। তবে সুযোগ কাজে লাগাতে পারলে ভারত কমপক্ষে ২ গোলে এগিয়ে যেতে পারত। ১৭ মিনিটে চিংলেন সাগরের গোলে এগিয়ে যায় ভারত। ৪৪ মিনিটে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন রামান দ্বীপ। এ সময় পাকিস্তানকে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এক মিনিট পরই পেনাল্টি কর্নারে হারমানপ্রীত গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। ৪৮ মিনিটে অবশ্য পাকিস্তানের পক্ষে একটি গোল করেন সাহান আলী। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই যতটা উপভোগ্য হওয়ার কথা ছিল তা ভেস্তে যায় ভারতের একতরফা দাপটে। এই হারে জাপানের সমান চার পয়েন্ট হলেও গোল পার্থক্য পাকিস্তান সুপার ফোরে উঠে যায়।

সর্বশেষ খবর