মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোনালদোর মুখোমুখি কেইন

ক্রীড়া ডেস্ক

রোনালদোর মুখোমুখি কেইন

ক্রিস্টিয়ানো আর লিওনেল মেসিকে টপকে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন হ্যারি কেইন। টটেনহ্যামের এই ইংলিশ স্ট্রাইকার এবার চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোল করেছেন। রোনালদো চার গোল করে দুই নম্বরে আছেন যৌথভাবে। সেভিয়ার ফরাসি স্ট্রাইকার উইসাম বেনও চার গোল করেছেন চলতি মৌসুমে। মেসি দুই  গোল করেছেন চলতি মৌসুমে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপের ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হচ্ছেন হ্যারি কেইন।

এইচ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম। বুরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ এবং অ্যাপল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অন্যদিকে ঠিক একই ব্যবধানে ডর্টমুন্ড এবং অ্যাপল নিকোশিয়াকে হারিয়েছে টটেনহ্যাম। আজই কঠিন পরীক্ষা হতে যাচ্ছে দুই দলের। অবশ্য টটেনহ্যামের জন্যই ম্যাচটা চ্যালেঞ্জ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটা কঠিনই হবে ইংলিশদের জন্য। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিও। আজ তারা ইতালিয়ান ক্লাব নেপোলির মুখোমুখি হচ্ছে। প্রথম দুই ম্যাচে শাখতার ডনেস্ক আর ডাচ ক্লাব ফেনর্ডকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করে এফ গ্রুপে শীর্ষে আছে  ম্যানসিটি। নেপোলিকে হারাতে পারলেই নকআউট পর্ব অনেকটা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্ডিওলার শিষ্যদের।

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে ইংলিশ ক্লাব লিভারপুলও। ই গ্রুপে প্রথম দুই ম্যাচই ড্র করেছে অলরেডরা। আজ স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবরের মুখোমুখি হচ্ছে লিভারপুল। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে লিভারপুলকে আজ জিততেই হবে। সেভিয়ার প্রতিপক্ষ আজ রুশ ক্লাব স্পার্টাক মস্কো। এছাড়াও জি গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লিপজিগ-পোর্তো এবং মোনাকো-বেসিকতাস। জি গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষে আছে তুর্কি ক্লাব বেসিকতাস। পর্তুগিজ ক্লাব তিন পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে। নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে মোনাকোর আজ জয়ের বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর