মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেখ রাসেলের জন্মদিনে দিনব্যাপী ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক


শেখ রাসেলের জন্মদিনে দিনব্যাপী ফুটবল উৎসব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামকরণে ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৯৯৬ সালে পাইওনিয়ার ফুটবলের মাধ্যমে ক্লাবটির যাত্রা। ২১ বছরেই শেখ রাসেল দেশের জনপ্রিয় ক্লাবে রূপ নিয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ক্লাবের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর শেখ রাসেলের চেহারা বদলে গেছে। দেশের ফুটবল এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্লাবটি বড় ভূমিকা রাখছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে শিশু শেখ রাসেলও শহীদ হন। আগামীকাল শহীদ শেখ রাসেলের জন্মদিন। এই উপলক্ষে শেখ রাসেল ক্রীড়াচক্র দিনভর কর্মসূচি পালন করবে। সকালে বনানী কবরস্থানে শহীদের কবর জিয়ারত। বনানী কবরস্থান মসজিদে ১৯৭৫ সালে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে সোবহানবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের পাশাপাশি দুস্থদের মধ্যে তবারক বিতরণ। গতবার শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্রীড়াচক্র  আয়োজন করেছিল স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট। ব্যাপক সাড়া পড়েছিল তাতে। এবারে বড় আকর্ষণ হচ্ছে একদিনে আট দলকে নিয়ে ফুটবল উৎসব। বুধবার সকাল ১০টায় শেখ রাসেল ক্রীড়াচক্রের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসবের উদ্বোধন করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সন্ধ্যায় ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ করবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান। গতকাল ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম জানান, টুর্নামেন্ট হবে নকআউটভিত্তিক। দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ভিক্টোরিয়া স্পোর্টিং, নবাবপুর স্পোর্টিং ও টিঅ্যান্ডটি মতিঝিল ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে শান্তিনগর ক্লাব, সাইফ স্পোর্টিং অনূর্ধ্ব-১৬, কসাইটুলি ও স্বাধীনতা ক্লাব।

দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। ফাইনাল হবে সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান প্রধান অতিথি হিসেবে ফাইনালে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

সর্বশেষ খবর