মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মাঠেই প্রাণ গেল গোলরক্ষকের

ক্রীড়া ডেস্ক

মাঠেই প্রাণ গেল গোলরক্ষকের

ফুটবল মাঠে ফুটবলারদের মৃত্যুর ঘটনা নতুন নয়। আগেও অনেকেই মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেউ বলের আঘাত পেয়ে আবার কেউবা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কা লেগে। ইন্দোনেশিয়ার প্রথম বিভাগ ফুটবলে ৩৮ বছর বয়সী এক গোলরক্ষক নিজ দলের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পারসেলা লামনগ্যান নামের ক্লাবের হয়ে দীর্ঘদিন ধরে খেলছিলেন চৈরুল হুদা। গত পরশুও খেলতে নেমেছিলেন। কে জানত, হুদার জীবনে সেটাই হবে শেষ ম্যাচ! সেমেন পাডাং নামের প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ চলছিল। এমন সময় বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ রড্রিগেজের সঙ্গে ধাক্কা লাগে হুদার। এতে মাথা এবং ঘাড়ে গুরুতর আঘাত পান এই গোলরক্ষক। দম বন্ধ হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। ডা. সিওগিরি লামনগ্যান হাসপাতালে রবিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার।

সর্বশেষ খবর