মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শুটিংয়ে বিকেএসপির দুই সোনা

ক্রীড়া প্রতিবেদক


শুটিংয়ে বিকেএসপির দুই সোনা

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত প্রিয়প্রাঙ্গণ ২৯তম জাতীয় শুটিং প্রতিযোগিতায় গতকাল চারটি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ১০ মিটার এয়ার পিস্তলে (পুরুষ জুনিয়র) সোনা জিতেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পিয়াস হোসেন। এছাড়াও এই ইভেন্টে রুপা রাজারবাগ রাইফেল ক্লাবের মোন্তাসির আরেফিন নাইম ও তামা আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাখাওয়াত হোসেন জয় করেন। ১০ মিটার এয়ার পিস্তলে (পুরুষ) তিনটি পদকই জয় করেছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। শাকিল আহমেদ সোনা, আনোয়ার হোসেন রুপা এবং আবদুর রাজ্জাক তামা জয় করেন। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (পুরুষ) ইভেন্টে সোনা জয় করেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন। এছাড়াও ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধুরী রুপা এবং আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী তামা জয় করেন। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (পুরুষ জুনিয়র) ইভেন্টে সোনার পদক জয় করেন  বিকেএসপির আবু সুফিয়ান। এছাড়াও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রবিউল ইসলাম রুপা এবং বিকেএসপির জামিউল তামার পদক জয় করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের সিইও এম বোরহান উদ্দিন।

সর্বশেষ খবর