বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আরদিনার দ্বিতীয় সোনা

ক্রীড়া প্রতিবেদক


আরদিনার দ্বিতীয় সোনা

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত প্রিয়প্রাঙ্গন ২৯তম জাতীয় শুটিং প্রতিযোগিতায় দ্বিতীয় সোনা জয় করেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস আঁখি। গতকাল তিনি ২৫ মিটার স্পোর্ট পিস্তলে (মহিলা) ৫৫৬ স্কোর করে সোনা পদক জিতেছেন। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে (মহিলা) ২২৫.৫ স্কোর করে সোনা জিতেছিলেন তিনি। গতকাল ২৫ মিটার স্পোর্ট পিস্তলে সিলভার জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান এবং তামা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা। এদিকে গতকাল ২৫ মিটার স্পোর্ট পিস্তলে (মহিলা জুনিয়র) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তুরিং দেওয়ান সোনা পদক জিতেছেন। এছাড়াও এই ইভেন্টে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মারজাহান আক্তার সিলভার এবং বিকেএসপির নিলুফা ইয়াসমিন তামার পদক জিতেছেন। ৫০ মিটার প্রোন রাইফেলে (মহিলা) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন শিল্পা সোনা জিতেছেন। এই ইভেন্টে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা সিলভার এবং ঢাকা রাইফেল ক্লাবের উম্মে জাকিয়া সুলতানা টুম্পা তামার পদক জিতেছেন। ৫০ মিটার প্রোন রাইফেলে (মহিলা জুনিয়র) আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা সোনা পদক জিতেছেন। এছাড়াও এই ইভেন্টে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের নুপুর আক্তার সিলভার এবং বিকেএসপির নাফিসা তাবাসুম তামার পদক জিতেছেন। স্কিট ইভেন্টে সোনা পদক জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের এস এম সাব্বির সোনা পদক জিতেছেন। এছাড়াও এই ইভেন্টে সিলভার জিতেছেন কুমিল্লা রাইফেল ক্লাবের ইকবাল ইসলাম এবং তামার পদক জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর