বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ন্যূ ক্যাম্পে খেলতে নামছে বার্সা

ক্রীড়া ডেস্ক


ন্যূ ক্যাম্পে খেলতে নামছে বার্সা

কাতালানরা স্বাধীনতার ঘোষণা দিয়েও পিছিয়ে গেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনো ভিতরে ভিতরে ক্ষোভ রয়েই গেছে। এরই মধ্যে বার্সেলোনা খেলতে গিয়েছিল অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্ডাতে। সেখানকার পরিবেশ ভালোই ছিল। আজ নিজেদের মাঠে খেলতে নামছে বার্সেলোনা। গণভোটের পর এটাই ন্যু ক্যাম্পে মেসিদের প্রথম ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডি গ্রুপের ম্যাচে বার্সেলোনা আজ নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের। প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে কাতালানরা। হারিয়েছে জুভেন্টাস আর পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে। ডি গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে জুভেন্টাস-স্পোর্টিং সিপি। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর শিষ্যরা পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে খেলতে যাচ্ছে আজ। প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানইউ। আজ জিতলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রেড ডেভিলদের। এ গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সুইস ক্লাব ব্যাসেল ও রুশ ক্লাব সিএসকেএ মস্কো।

 বি গ্রুপে আজ বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টের মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। নেইমাররা প্রথম দু্ই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষেই আছে। এই গ্রুপে বায়ার্ন মিউনিখ আজ মুখোমুখি হচ্ছে স্কটিশ ক্লাব সেলটিকের। এছাড়াও সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে চেলসি-রোমা এবং অ্যাটলেটিকো-ক্যারাবাগ। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৪ পয়েন্ট নিয়ে রোমা আছে দুই নম্বরে। অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো কোনো জয় পায়নি।

 

সর্বশেষ খবর