বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গেইল ও মালিঙ্গাকে পাচ্ছে রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

গেইল ও মালিঙ্গাকে পাচ্ছে রংপুর রাইডার্স

চুক্তিতে স্বাক্ষর করছেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন ও এশিয়ান এ্যাপারেলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম —বাংলাদেশ প্রতিদিন

টি-২০ ক্রিকেট মানেই ক্রিস গেইল। সবচেয়ে জনপ্রিয় তারকা। যেখানে খেলছেন দর্শকদের মন জয় করেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন রংপুর রাইডার্সের পক্ষে। তবে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন বলে বিপিএলে গেইলের অল্প কটি ম্যাচে নামার কথা ছিল। রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন জানালেন, ‘গ্লোবাল টি-২০ আসর হচ্ছে না। আশা করছি গেইল যদি প্রথম দিকে নাও আসেন, তারপরও অধিকাংশ ম্যাচে তাকে খেলাতে পারব।’ ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করানোর নায়ক মালিঙ্গাও খেলবেন রংপুর রাইডার্সে। রংপুর রাইডার্সের স্পন্সর হিসেবে অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া সম্মেলন কক্ষে এশিয়ান এ্যাপারেলস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মোস্তফা আজাদ মহিউদ্দিন ও এশিয়ান এ্যাপারেলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম। এ সময়ে অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মোস্তফা আজাদ বলেন, গেইল ও মালিঙ্গাতো আছেই অন্য বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে আলাপ চলছে। মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্সে যে মানের দল গড়েছে আশা করি আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারব। সাকিফ বলেন, দল দেখেই আমরা রংপুরের সঙ্গী হয়েছি। আশা রাখি রংপুর রাইডার্স শুধু নামে নয় মাঠেও শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে।’ 

সর্বশেষ খবর