শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাজছে পাকিস্তানের বিদায় ঘণ্টা

ক্রীড়া প্রতিবেদক

বাজছে পাকিস্তানের বিদায় ঘণ্টা

পাকিস্তানের গোলরক্ষক পরাস্ত। এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়াকে হারাতে পারেনি তারা

বাংলাদেশকে হারানোর পর এশিয়া কাপ হকিতে ব্যাক ফুটেই ফেবারিট পাকিস্তান। পরের ম্যাচে জাপানের বিপক্ষে ড্র। গ্রুপের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় হার। সুপার ফোরে শুরুতেই মালয়েশিয়ার বিপক্ষে ধরাশায়ী। গতকাল আবার ড্র করল দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

শিরোপা জেতার প্রতিজ্ঞা নিয়েই ঢাকায় উড়ে এসেছে পাকিস্তান। কিন্তু তাদের স্ট্রিকে সেই নৈপুণ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। জিমিদের বিপক্ষেই শুধু দেখা গেছে তাদের ভয়ঙ্কর রূপ। জাপানের সঙ্গে ভ্যাগিস ড্র করেছিল। সেই কারণে গোল বেশি দেওয়ার সুবাদে সুপার ফোরে জায়গা করে নেয়। এখন ফাইনাল খেলাটা ভাগ্যের মধ্যে ঝুলছে ইরফানদের। মালয়েশিয়ার কাছে হার ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করে পাকিস্তানের এখন যে অবস্থা শেষ ম্যাচে ভারতকে হারালেই চলবে। ফাইনাল খেলবে কিনা তা নির্ভর করছে মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলাফলের ওপর। আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয় পাকিস্তানকে। গতকালও এগিয়ে গিয়েছিল। কিন্তু ড্র করে মাঠ ছেড়েছে। হকিতে সব শিরোপায় পাকিস্তানের জেতার রেকর্ড রয়েছে। সেই অভিজ্ঞ দলের একি হাল! বার বার এগিয়ে গিয়েও কেন জিততে পারছে না। এই প্রশ্নটা খুঁজছেন দলের কোচও। গতকাল বললেন, বুঝতে পারছি না আসলে গ্যাপটা কোথায়। ম্যাচ নিয়ন্ত্রণ করছে ঠিকই, ফলটা পাচ্ছি না কেন? যাক পাকিস্তানের ভাগ্য এখন সত্যিই দুলছে। এখন শুধু সময়ই বলে দেবে ফাইনালে খেলবে কোন দুটি দল। ইরফানরা কাল যেভাবে খেলা শুরু করেছিল তাতে মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে। ১৫ মিনিটে এজাজ আহমেদের রিভার্স হিটে এগিয়ে যায় পাকিস্তান। কয়েক সেকেন্ড পরই আতিক মোহাম্মদ প্রতিপক্ষের গোলরক্ষকদের একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। দক্ষিণ কোরিয়াও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। তা কাজে লাগাতে পারছিল না। ৪৮ মিনিটে নাম ইয়ংয়ের দুর্দান্ত গোলে কোরিয়া সমতা আনে। এরপরও বাকি সময়ে যে সুযোগ পেয়েছিল তাতে পাকিস্তানেরই জেতার কথা। কিন্তু ভাগ্য দোষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। অবস্থা এখন মালয়েশিয়া যদি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারে আর ভারত ড্র করলেই ফাইনালে লড়বে। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে ভারত ৬-২ গোলে মালয়েশিয়াকে পরাজিত করে। এবারের আসরে মালয়েশিয়ার এটি প্রথম হার। এই জয়ে ভারতের ফাইনাল খেলাটা অনেকটাই নিশ্চিত বলা যায়।

 

সর্বশেষ খবর