শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শীর্ষস্থান হারালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি র‍্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেই এতদিন শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ওয়ানডেতে তাকে সরিয়ে দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তবে টেস্টে এবং টি-২০তে সাকিব এখনো শীর্ষেই রয়েছেন। ওয়ানডেতে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৫। কিন্তু মোহাম্মদ হাফিজের রেটিং ৩৬০। তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩২৯। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৪৩৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার রেটিং ৪৩০। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪২২। টি-২০তে সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৪। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ৩৩০। টি-২০তেও তৃতীয় স্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং ২৭৫।

তবে ওয়ান অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব পিছিয়ে গেলেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব। এখন রয়েছেন ১৯ স্থানে। এগিয়েছেন রুবেল হোসেনও। ৭ ধাপ এগিয়ে এখন ৬১তম স্থানে রুবেল। দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নেওয়ায় র‍্যাঙ্কিং এগিয়েছেন তিনি। প্রথম ওয়ানডে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। দল বড় ব্যবধানে হারায় তার সেঞ্চুরিটা ম্লান হয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি করেছিলেন মুশফিক। দুই ম্যাচে দাপুটে ব্যাটিং করার পুরস্কার পেয়েছেন মি. ডিপেন্ডেবল। র‍্যাঙ্কিং ৫ ধাপ এগিয়েছেন। তিনি এখন ১৮তম স্থানে।

সর্বশেষ খবর