রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বয়সভিত্তিক জাতীয় সাঁতার শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

২০১৫ সালে সর্বশেষ জাতীয় বয়সভিত্তিক সাঁতার হয়েছিল। দুই বছর পর আজ আবার শুরু হচ্ছে বয়সভিত্তিক সাঁতার। মিরপুর সুইমিংপুলে এটি হবে ১০তম আসর। ৮০০ সাঁতারুর অংশগ্রহণে ১০টি ইভেন্টে পদকের লড়াই হবে। অনূর্ধ্ব-১০ থেকে ২০। একটি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ২৩টি জেলা ক্রীড়া সংস্থা, ৪৫টি ক্লাব, বিকেএসপিসহ মোট ৭১টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। ছেলেদের বিভাগে ৫৯০ এবং মেয়েদের বিভাগে ২০০ সাঁতারুর অংশ নেওয়ার কথা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাঁতারুদের মিরপুর ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি সুইমিং কমপ্লেক্সে থাকতে হচ্ছে প্রতিযোগীদের।

 সীমিত সুযোগ-সুবিধা নিয়ে এই আসরে অংশ নিতে হয়। পদক জয়ীদের কোনো প্রাইজমানি দেওয়া হবে না। তবে রেকর্ড গড়তে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে সাঁতার ফেডারেশন। ইলেকট্রনিক বোর্ড অচল থাকায় সময় নির্ধারণ হবে হ্যান্ড টাইমিংয়ে।

সর্বশেষ খবর