শিরোনাম
সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সফল আয়োজনে প্রশংসিত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সফল আয়োজনে প্রশংসিত বাংলাদেশ

শেষ হয়ে গেল এশিয়া কাপ হকির আসর। শুরুর আগে ক্রীড়ামোদীরা কিছুটা হলেও শঙ্কিত ছিলেন আয়োজন সফলভাবে সম্পন্ন করা যাবে কি-না। এশিয়ান হকি ফেডারেশনের শর্ত ছিল ফ্লাডলাইট ছাড়া আসর নামানো যাবে না। ফেডারেশনের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিত হয় এশিয়া কাপে ফ্লাডলাইট লাগানো হচ্ছে। কিন্তু টুর্নামেন্টের মাস খানেক আগেও কাজের ঢিলেমি দেখে অনেকেই ফ্লাডলাইট নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দেশের ইতিহাসে প্রথমবার ফ্লাডলাইট জ্বলে উঠল এশিয়া কাপেই। সে সঙ্গে ইলেকট্রনিক্স স্কোর বোর্ডও। এরপরও টুর্নামেন্টের দুই দিন আগে মওলানা ভাসানী স্টেডিয়ামের আশপাশে আবর্জনা দেখে কেউ কেউ বলেছিলেন, এমন পরিবেশে বিদেশি দলগুলো খেলবে কীভাবে? আন্তরিকতা থাকলেও অসম্ভবকে সম্ভব করা যায় তা দেখিয়ে দিয়েছে হকি ফেডারেশন। সবাই পরিশ্রম করেছেন টুর্নামেন্ট স্বার্থক করে তুলতে। কেননা এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ইমেজ। তবে এক্ষেত্রে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তিনি দেশের হকির কিংবদন্তি খেলোয়াড় ছিলেন। প্রথম বাঙালি হিসেবে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়কও ছিলেন। হকির মাঠ কাঁপানোর পর সাংগঠনিক ক্যারিশমাও সাদেকের মধ্যে ফুটে উঠেছে আরও আগেই। হকির দুর্দিনে সরকারের প্রভাবশালীর মহলের অনুরোধে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। ব্যস এরপরই হকির আকাশে জমে থাকা কালো মেঘ দূর হয়ে যায়। বয়স হয়েছে সাদেকের। ডাক্তাদের পরামর্শ বেশি পরিশ্রম করা যাবে না। কিন্তু বয়সও হার মেনেছে তার কাছে। এশিয়া কাপ সফল করতে তার পরিশ্রম সবারই নজরে এসেছে। সাদেক অবশ্য এ জন্য নিজের কথা বললেন না। বললেন, ‘সবার প্রচেষ্টায় ও সরকারের সহযোগিতায় এশিয়া কাপ শেষ করেছি। কতটা সফল হয়েছি তা ক্রীড়ামোদীরাই বলবেন। কোনো কিছুর ঘাটতি না থাকে সেই চেষ্টাটাই করেছি।’ ১৯৮৫ সালে এর আগে ঢাকায় এশিয়া কাপ হয়েছিল। ৩২ বছর পর পুরোপুরি নতুন রূপে আরেকটি এশিয়া কাপ শেষ হলো। নিজস্ব ভেন্যু, টার্ফ, ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোর বোর্ড সব কিছুতেই নতুনত্ব। নতুন আয়োজনে প্রশংসাও করেছে বিদেশি দলগুলো। আতিথেয়তা, নিরাপত্তা সব কিছুতেই সন্তুষ্ট তারা। এটা ঠিক ফ্রি টিকিটেও দর্শক সমাগম সেভাবে হয়নি। অবশ্য এর পেছনে যুক্তি সংযত কারণও ছিল। ৮৫ সালে ভারত-পাকিস্তান ছিল হকির পরাশক্তি দল। তাদের ম্যাচে উন্মাদনাও ছিল আলাদা।

সর্বশেষ খবর