সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জাফর ইকবালদের কাছে বিধ্বস্ত সাইফ স্পোর্টিং

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে হেড টু হেডের সমীকরণের ফাঁদে পড়ে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে জাফর ইকবালের নৈপুণ্য সবার চোখে পড়েছিল। সাফের পর যুবাদের মিশন এবার এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব। মাহবুব হোসেন রক্সির তত্বাবধানে অনুশীলনও শুরু হয়ে গেছে। গতকাল সাইফ স্পোর্টিং যুব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে জাফর ইকবালরা।

সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় জাফররা। ১১ মিনিটে গোলের সূচনা করেন ভুটান কাঁপানো জাফরই। ২৯ ও ৩২ মিনিটে সাইফুল ২টি গোল করেন। ৪২ মিনিটে ফের জাফর। ৫৮ মিনিটে দলের পক্ষে শেষ গোলটিও করেন তিনি। তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি বাছাইপর্বে বাংলাদেশের যুবারা খেলবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু আশা প্রকাশ করেন, ছেলেরা ভালো করবে। দেশের মান রাখতে পারবে। উল্লেখ্য অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাবুই বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন। এএফসি বাছাইপর্বেও তিনি দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ খবর