সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জয়ে ফিরল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

জয়ে ফিরল বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ থামিয়ে দিয়েছিল বার্সেলোনার জয় রথ। গত সপ্তাহে ওয়ান্ডাতে ১-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল কাতালানরা। তবে এক ম্যাচ পরই জয়ে ফিরল লা লিগার শীর্ষ দল। লিওনেল মেসিরা গত শনিবার ন্যু ক্যাম্পে ২-০ গোলে হারিয়েছে মালাগাকে। দলের পক্ষে গোল করেছেন জেরার্ড ডিওলোফিও এবং আন্দ্রেস ইনিয়েস্তা।

লা লিগার পয়েন্ট তালিকায় দুদলের অবস্থানের মাঝে পার্থক্য অনেক। তবে মাঠের লড়াইয়ে মালাগা নিজেদের ভিন্ন রূপ দেখিয়ে দিল। ৯ ম্যাচ খেলে এবার লা লিগায় কেবল এক পয়েন্টই সংগ্রহ করেছে মালাগা। তারপরও বার্সেলোনার সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করল তারা। অবশ্য শীর্ষে থাকা বার্সেলোনাকে আটকাতে পারেনি তারা। প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে ভালভেরদের শিষ্যরা। গত মৌসুমে মালাগার বিপক্ষে বার্সেলোনার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হেরেছিলেন মেসিরা। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে এবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুকাসের কাটব্যাকে বল পেয়েই গোল করেন ডিওলোফিও। তবে ফরাসি ডিফেন্ডার লুকাস বল বাড়ানোর আগেই তা বাইলাইন পেরিয়ে গিয়েছিল বলে দাবি করে অতিথিরা। কিন্তু রেফারি সাড়া দেননি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, বল ঠিকই বাইরে চলে গিয়েছিল। এরপর আরও একবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় মালাগা। অবশ্য এবার কোনো গোল হজম করতে হয়নি তাদের। ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পাসে বল পেয়ে ডি-বক্সের বাম দিক থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের কোণাকুণি শট মালাগার ডিফেন্ডার রোজালেজের পায়ে লেগে জালে জড়ায়। লুইস সুয়ারেজ একটা দারুণ সুযোগ পেয়েও নষ্ট করেন। চলতি মৌসুমে এই উরুগুয়ের তারকা বার্সেলোনার জার্সিতে মাত্র তিনটা গোল করেছেন!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর