মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রিমিয়ারের পথে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ারের পথে বসুন্ধরা কিংস

চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়ার দুর্গে বসুন্ধরা কিংসের আক্রমণ—বাংলাদেশ প্রতিদিন

মার্সেল চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা কিংসের বিজয় নিশানা উড়ছেই। একের পর এক জয় পেয়ে আগামী মৌসুুমে ঘরোয়া ফুটবলে সেরা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা অনেকটা নিশ্চিত করে ফেলেছে। পয়েন্ট তালিকায় এখন যে অবস্থা তাতে বড় কোনো অঘটন না ঘটলে বসুন্ধরাকে দেখা যাবে পেশাদার লিগেই। গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা ২-১ গোলে পরাজিত করে এক সময়ে ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী দল ভিক্টোরিয়াকে। ম্যাচে সুস্পষ্ট প্রাধান্য ছিল বসুন্ধরা কিংসের। শুরু থেকেই একের পর আক্রমণ করে ভিক্টোরিয়াকে দিশাহারা করে রাখে। ৯ মিনিটে মাহাদি হাসানের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ২০ মিনিটে পুনরায় গোল করেন মাহাদি। সহজ সহজ সুযোগ নষ্ট করার প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ২৫ মিনিটে সাব্বির আহমেদ ভিক্টোরিয়ার পক্ষে ব্যবধান কমান। বাকি সময়ে চাপিয়ে খেললেও গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস। এই জয়ে তাদের সংগ্রহ ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট। নফেল স্পোর্টিংও সমান ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল তারা ৭-২ গোলে পরাজিত করে কাওরান বাজার প্রগতি সংঘকে। বিজয়ী দলের আরিফুল ইসলাম তিন গোল দিয়ে হ্যাটট্রিক করেন। ফরহাদ মনা ২, আশরাফুল ও রোমান ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে ব্যবধান কমান নিজাম ও মুন্না।

সর্বশেষ খবর