মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রিয়ালের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

রিয়ালের সহজ জয়

রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরুতেই বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে। সেই ব্যবধান এখনো ঘুচাতে পারেনি তারা। তবে মৌসুমের শুরুতে যে ভুল করেছে লস ব্ল্যাঙ্কোসরা তা আর হয়নি। একের পর এক জয় পেয়েই চলেছে তারা। গত রবিবার স্প্যানিশ লা লিগায় ৩-০ গোলে অ্যাইবারকে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে লা লিগায় ৯ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর দুই নম্বরে আছে ২১ পয়েন্ট সংগ্রাহী ভ্যালেন্সিয়া।

অ্যাইবারের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত সব আক্রমণ করে প্রতিপক্ষকে বিপর্যস্ত করে তুলেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে তাদেরকে। প্রথম গোলটি পায় রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের উদারতায়। অ্যাইবারের অলিভিয়ের ১৮তম মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফুটবলার মার্কো আসেনসিও। ম্যাচের শেষ দিকে ৮২তম মিনিটে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। লা লিগায় দিনের অন্য ম্যাচে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ক্রিস্টিয়ানো রোনালদো এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল করে চলেছেন। কিন্তু লা লিগায় নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। লা লিগায় ৫ ম্যাচ খেলে মাত্র ১টি গোল করেছেন তিনি। অন্যদিকে লিওনেল মেসি ১১টি গোল করে লা লিগায় গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন। অবশ্য এই নিয়ে মোটেও দুশ্চিন্তা নেই কোচ জিনেদিন জিদানের। তার মতে, রোনালদো এখনো সেরা ফুটবলার। তিনি বলেন, ‘রোনালদোই সেরা ফুটবলার। তিনি এটা বহুবারই প্রমাণ করেছেন। বড় ম্যাচগুলোতে সব সময়ই রোনালদো দারুণ খেলে।’ জিদানের মতে, এবারও সেরা ফুটবলারের পুরস্কার জিতবেন রোনালদোই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর