মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নেইমারের লাল কার্ড

ক্রীড়া ডেস্ক

নেইমারের লাল কার্ড

ফাউলের শিকার হতে হতে বিরক্ত হয়ে গিয়েছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচজুড়েই ছিল এই তারকার প্রতি মার্সেই সমর্থকদের স্লেজিং। সবকিছু মিলিয়েই নিজেকে আর সামলাতে পারেননি নেইমার। ম্যাচের শেষদিকে ফাউলের শিকার হয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মেরেছিলেন তিনি। এতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়তে হয় সর্বোচ্চ ট্র্যান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমারকে। অবশ্য মার্সেইয়ের মাঠে পরাজয় এড়াতে পেরেছে পিএসজি। গত রবিবার তারা ২-২ গোলে ড্র করে মার্সেইয়ের সঙ্গে। পিএসজির পক্ষে গোল করেন নেইমার ও কাভানি। অন্যদিকে মার্সেইয়ের পক্ষে গোল করেন লুইজ গুস্তাভো ও থাউভিন। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে পরাজয়ের কবল থেকে উদ্ধার করেন কাভানি। দুই দুইবার এগিয়ে গিয়েছিল মার্সেই। তবে প্রথমার্ধে নেইমারও যোগ করা সময়ে কাভানির গোলে চির প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে ড্র করে ফিরেছে পিএসজি। হার এড়িয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে একমাত্র দল হিসেবে অপরাজিত রইল উনাই আমেরির দল। আর এ নিয়ে মার্সেইয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকল পিএসজি। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে পিএসজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর