মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইউরোপের ‘গোল্ডেন বয়’ এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

ইউরোপের ‘গোল্ডেন বয়’ এমবাপ্পে

গত মৌসুমে মোনাকোর হয়ে দুর্দান্ত খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। দলকে নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। উপহার দিয়েছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা। এ কারণে গোল্ডেন বয় পুরস্কার জয়ের তালিকায় তিনিই ছিলেন ফেবারিট। সর্বশেষ প্রকাশিত তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা উসমান ডেম্বলে ও মার্কাস র‌্যাশফোর্ডকে হারিয়ে ২০১৭ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে মোনাকো থেকে লোনে পিএসজিতে খেলতে এসেছেন এমবাপ্পে। আসার পর থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। ইউরোপিয়ান ফুটবলে তরুণদের মধ্যে তিনিই সেরা। এর প্রমাণ হিসেবেই তিনি জিতলেন গোল্ডেন বয় পুরস্কার। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার নতুন ঠিকানায় এসে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে চারটি গোল করেছেন। সতীর্থদের দিয়ে আরও পাঁচটি গোল করিয়েছেন। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ পর্যায়ে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া দৈনিক টুট্টোস্পোর্ট। সাংবাদিকদের একটি প্যানেলের ভোটে এই পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা গত শনিবার প্রকাশ করা হয়। ওই তালিকায় অবশ্য এমবাপ্পে ও ডেম্বলের সঙ্গে ছিল ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসাসের নাম। কিন্তু সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসাসের (৭২) চেয়ে চার ভোট বেশি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের র‌্যাশফোর্ড। পুরস্কারটি জেতা এমবাপ্পে সর্বোচ্চ ২৯১ ভোট পেয়েছেন। আর ডেম্বলে পেয়েছেন ১৪৯ ভোট। ১৫তম তরুণ হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতলেন এমবাপ্পে। এর আগে এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি, ওয়েইন রুনি, সার্জিও আগুয়েরো, মারিও বালোতেল্লি আর পল পগবাদের মতো তারকারা।

সর্বশেষ খবর