বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হকির প্রিমিয়ার লিগ শুরুর উদ্যোগ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের পর স্তব্ধ হয়ে পড়েছিল হকি অঙ্গন। সহ-সভাপতি খাজা রহমতউল্লাহর হঠাৎ মৃত্যুতে শোকাছন্ন ছিল হকি ফেডারেশন। শোক কাটিয়ে আবারও তত্পর হয়ে উঠেছেন কর্মকর্তারা। সুখবর হচ্ছে বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিছুটা এগিয়েছে। আগে ৩৪তম স্থানে ছিল। এশিয়া কাপ হকিতে ৬ষ্ঠ স্থান দখল করে বাংলাদেশ উঠে এসেছে ৩০ নম্বরে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে জিমিরা চার ধাপ এগিয়েছেন। অবশ্য ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ২৯-এ। এতদিন ওমান এগিয়ে থাকলেও এখন তারা বাংলাদেশের পেছনে পড়ে গেছে। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে ওমান সর্বশেষ অবস্থান আটে ছিল। তাই তাদের র‌্যাঙ্কিংয়েও অবনতি ঘটেছে। ৩০ থেকে নেমে এসেছে ৩২। চ্যাম্পিয়ন ভারত ৬-এ আছে। পাকিস্তান অবস্থান করছে ১৩ নম্বরে। এশিয়া কাপের আগেই হকি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। ওই সময় বন্যার কারণে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করে। এখনো নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। তবে ফেডারেশন চাচ্ছে এরই মধ্যে ঘরোয়া মৌসুম শুরু করতে। কেননা খেলোয়াড়রা দাবি তুলেছেন দ্রুত দলবদল করে প্রিমিয়ার লিগ মাঠে নামাতে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। মোহামেডান ছাড়া প্রতিটি ক্লাবই বৈঠকে উপস্থিত ছিল। ২৮ থেকে ৩০ নভেম্বর দল বদলের খসড়া তারিখ ঠিকও হয়েছে। এখন সবকিছু নির্ভর করছে ক্লাবগুলোর সম্মতির ওপর।

সর্বশেষ খবর