সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়নশিপের মূল লড়াই শুরু

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নশিপের মূল লড়াই শুরু

প্রায় একমাস পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয়পর্ব আজ মাঠে গড়াচ্ছে। এই লিগ ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় মর্যাদাকর আসর। প্রথম পর্বে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনীর ২৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেখ জামাল। নবাগত সাইফ স্পোর্টিং ২২ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। টেবিলের যে অবস্থা বড় কোনো অঘটন না ঘটলে শিরোপা লড়াই চার দলের মধ্যেই সীমাবদ্ধ  থাকার সম্ভাবনা রয়েছে।

লম্বা বিরতির মধ্যে ক্লাবগুলো মধ্যবর্তী দলবদলের সুযোগ পেয়েছিল। তবে চমক দেখানোর মতো খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি কেউ। চট্টগ্রাম আবাহনী তাদের পুরনো বিদেশি খেলোয়াড় সেন্ট প্রিয়ক্স লিওনেলকেই দলে ভিড়িয়েছে। শক্ত অবস্থান থাকলেও প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর কাছে হেরে তা ধরে রাখতে পারেনি। ২ পয়েন্ট কোনো বড় ব্যবধান নয়। দলের অভিজ্ঞ ফুটবলার মামুনুল ইসলাম বলেছেন, প্রথম পর্বে ভুলত্রুটি শুধরিয়ে দ্বিতীয়পর্বে উজার করে খেলতে চাই। এখন পয়েন্ট হারানো মানে শিরোপা রেস থেকে পিছিয়ে পড়া।’

তারুণ্যনির্ভর দল গড়েও শেখ জামাল ভালোই খেলছে। দলের শক্তি বাড়াতে কর্মকর্তারা চেয়েছিলেন ভালোমানের বিদেশি অন্তর্ভুক্ত করতে। বেশ কজনকে অনুশীলনেও নামানো হয়। প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স কোচ জোসেফ আফুসিকে অখুশি করতে পারেনি। তাই প্রথম পর্বে খেলা বিদেশিরাই মাঠে নামবে। মধ্যবর্তী দলবদলে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীও সেই মানের খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি। গত বছর খেলে যাওয়া নাইজেরিয়ান সানডে চিগোজাকে অন্তর্ভুক্ত করেছে। তবে তিনি দ্বিতীয় পর্বের সবকটি ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কেননা নাইজেরিয়ান ফুটবলে তার শিডিউল রয়েছে। কাগজে কলমে মধ্যবর্তী দলবদলে সবচেয়ে লাভবান হয়েছে সাইফ স্পোর্টিং ঢাকার মাঠে আলোচিত বিদেশি ফুটবলার ওয়েডসনকে পেয়েছে। অবশ্য প্রথম পর্ব চলাকালেই ওয়েডসনের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল দলটি। ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও সাইফ চাচ্ছে নতুনভাবে ঘুরে দাঁড়াতে। জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রও দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চায়। সহজ সহজ প্রথম পর্বে গোল মিস করায় কমপক্ষে তারা পাঁচ ম্যাচে জয় হাত ছাড়া করেছে। শেখ রাসেল প্রথম পর্বে খেলা তিন বিদেশিকেই পরিবর্তন করেছে। আহামদ সাইফ, এলিটা বেঞ্জামিন জুনিয়র ও দাউদা সেসাকে ছেড়ে দিয়েছে। দলে টেনেছে স্পেনের বিদারী, হাইতির ফ্রান্সিস জ্যাক ও মিসরের ইসলামকে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের অবস্থান পাঁচে। তবে ২০১৫ সালে কোচ এমেকার পারিশ্রমিক না দেওয়ায় ফিফা নির্দেশ দিয়েছে মোহামেডানের ৩ পয়েন্ট কেটে নেওয়ার। বাফুফে সেই নির্দেশনা কার্যকরী করেছে কি না তা স্পষ্ট নয়। দ্বিতীয় পর্বে সাদা কালোরা দলে পরিবর্তন আনছে। ব্রাদার্স ইউনিয়নের অগাস্টিন ওয়ালসনকে দলে টেনেছে। স্থানীয় খেলোয়াড় শামসুজ্জামান সোহেলকেও অন্তর্ভুক্ত করেছে। অন্য দলগুলোতেও দ্বিতীয় পর্বে পরিবর্তন এনে মাঠে নামবে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন টি-২০ বিপিএলের উত্তেজনা তুঙ্গে। এমনিতেই গ্যালারি ফাঁকা থাকছে। মিরপুরে বিপিএলের সময় ফুটবলের দিকে কেউ কি চোখে রাখবে। দ্বিতীয় পর্বের কোনো ম্যাচ চট্টগ্রামে হবে কি না তাও নিশ্চিত নয়।

সর্বশেষ খবর