সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীকে উড়িয়ে দিল কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে বিপিএলের পঞ্চম আসর শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা সিলেটে প্রথম ম্যাচে হেরেছির স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে। সেই ধাক্কা সামলে জয় তুলে নেয় দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। গতকাল ঢাকায় প্রথম খেলতে নামে এবং রাজশাহী কিংসের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১১৬ রানের টার্গেটে দুই ওপেনার লিটন দাস ও জশ বাটলার ২ ওভারের ২৩ রানের ভিত দেন। লিটন মাত্র ১২ বলে ২৩ রান করেন ২ চার ও ২ ছক্কায়। এরপর বাটলার ও ইমরুল কায়েশ দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। দুর্ভাগ্য লেন্ডল সিমন্সের। দুর্ভাগ্য রাজশাহী কিংসের। সিমন্সের ব্যাট যখনই কথা বলতে শুরু করেছিল, তখনই আহত হয়ে মাঠ ছাড়েন। ক্যারিবীয় ক্রিকেটারের বিদায়ে রানের চাকাও বন্ধ হয়ে যায় পদ্মা পাড়ের দল রাজশাহী কিংসের। রাজশাহীকে অবশ্য আটকে দেয় দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। দুই আফগানের স্পিন ভেল্কিকে মুশফিকুর রহিমের দল রাজশাহী ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৫ রান করে। গতকাল মিরপুর স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় মাসল পুল হওয়ার আগে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সিমন্স। কিন্তু ব্যর্থ হয়েছেন আগের ম্যাচের নায়ক মুমিনুল। সাজঘরে ফিরেন মাত্র ২ রানে। ৫.৪ ওভারে মাসল পুল করার আগে সিমন্স ৪০ রানের ইনিংস খেলেন মাত্র ২৩ বলে ১ ছক্কা ও ৬ বাউন্ডারীতে। শেস দিকে ফরহাদ রেজা ৩০ বলে ২৫ রান করলে সন্মানজনক স্কোর করে রাজশাহী। নবী ৪ ওভারের খরচে ৩ উইকেট নেন মাত্র ১৫ রানের খরচে। তবে মিতব্যয়ী বোলিং করেন এই মুহুর্তে বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারের স্পেলে ২ উইকেট নিলেও রান দিয়েছেন মাত্র ৭! কুমিল্লার বাটলার ৫০, ইমরুল কায়েস ৪৪ রানে অপরাজিত ছিলেন। ১৫.১ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ১২০ রান তোলে।

সর্বশেষ খবর