বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্দান্ত শুরু শেখ জামালের

ক্রীড়া প্রতিবেদক

দুর্দান্ত শুরু শেখ জামালের

মোহামেডানের জালে বল পাঠিয়ে উল্লাসে মেতেছেন শেখ জামালের ফুটবলাররা

শেখ জামাল ধানমন্ডি ক্লাব নতুন রূপে পেশাদার ফুটবলে আগমনের পরই দৃশ্যটা একেবারে পাল্টে গেছে। লিগে তারা কোনো মৌসুমেই মোহামেডানের কাছে হার মানেনি। অথচ ১৯৭৯ সালে অভিষেকের পর মোহামেডানকে হারাবে তা ছিল ধানমন্ডির কাছে স্বপ্ন। ১৯৭৯ সালে লিগের উদ্বোধনী ম্যাচে বাদল রায়ের হ্যাটট্রিকের কৃতিত্বে মোহামেডান ৬-০ গোলে হারিয়ে ছিল ধানমন্ডিকে। কালের বিবর্তনে দৃশ্যটা ঠিক উল্টো। এবার কাগজে কলমে শক্তির বিচারে ঢাকা মোহামেডানই এগিয়েছিল। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি তরুণনির্ভর দল গড়ে। অথচ শেখ জামাল শিরোপা রেসে টিকে থাকলেও মোহামেডান বড্ড পিছিয়ে পড়েছে। শেখ জামালের লিগ শুরু হয়েছিল মোহামেডান হারিয়ে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে লিগে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ও মোহামেডান মুখোমুখি হয়। প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে দ্বিতীয় পর্ব শুরু করেছে শেখ জামাল। আগের দিন চট্টগ্রাম আবাহনী বড় ব্যবধানে ফরাশগঞ্জকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। কিন্তু ঢাকা আবাহনী হেরে যায় সাইফ স্পোর্টিংয়ের কাছে। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে যায় তারা। ম্যাচ জিতে এখন ২৭ পয়েন্ট নিয়ে শেখ জামালই দুয়ে উঠে গেছে। গতকাল শেখ জামাল যেভাবে খেলল, তাতে চ্যাম্পিয়নের আশাবাদী হয়ে উঠেছে সমর্থকরা। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে পাত্তাই দেয়নি। প্রথমার্থে রাফায়েলের গোলে এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই বিদেশি। ৫৩ মিনিটে জাহিদ পারভেজ গোল দিয়ে শেখ জামালের মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর