বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কেঁদেই বিদায় নিলেন বুফন

ক্রীড়া ডেস্ক

ইতালির জার্সি গায়ে জড়িয়েছিলেন ১৯৯৭ সালে। এরপর থেকে কী দুর্দান্ত দুই দশক কাটিয়েছেন তিনি। জয় করেছেন বিশ্বকাপ। ক্লাবের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। ব্যক্তিগত অর্জনে বার বার ছাড়িয়ে গেছেন নিজেকেই। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইগি বুফনের নাম ভবিষ্যৎ প্রজন্ম সর্বকালের সেরাদের তালিকাতেই স্মরণ করবে। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে সুইডেনের কাছে প্লে-অফে হেরে ইতালি চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বুফন। কেবল তিনিই নন, ইতালির স্বর্ণযুগের শেষ প্রহরী  (২০০৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য) বারজাগলি ও ড্যানিয়েল ডি রোসিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন। তাদের বিদায়ে ইতালিয়ান ফুটবলের আভিজাত্যও বিদায় নিল অনেকাংশে।

ইতালিয়ান নগরী মিলানে গত সোমবার রাতে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথম লেগে ১-০ গোলে হারা ইতালি। ফলে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে ইতালিয়ান অধিনায়ক বলেন, ‘এটা হতাশার যে, আমার শেষ ম্যাচের সঙ্গে বিশ্বকাপে জায়গা করে না নিতে পারার ব্যর্থতা মিশে রইল। এর দায় সবার সমান। একা কেউ দায়ী নয়।’ জুভেন্টাসে বুফনের সতীর্থ আন্দ্রে বারজাগলি ও রোমার মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিতে পারেন জুভেন্টাসের ডিফেন্ডার কিয়েল্লিনিও। এই চারজন ইতালির হয়ে মোট ৪৬১টি ম্যাচ খেলেছেন। ৩৯ বছর বয়সী বুফন ২০ বছরের ক্যারিয়ারে ইতালির হয়ে খেলেছেন ১৭৫টি ম্যাচ। ২০০৬ সালের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা এই ফুটবলার বিশ্বাস করেন, ইতালি ঠিকই ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, ‘অবশ্যই ইতালিয়ান ফুটবলের ভবিষ্যৎ আছে, কারণ আমাদের আছে গর্ব, সক্ষমতা ও দৃঢ়সংকল্প। খারাপভাবে হোঁচট খাওয়ার পর আমরা সব সময় ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করি।’ অবসরের ঘোষণা দিয়ে বারজাগলি বলেন, ‘আমি জানি না আমরা কী হারালাম। আমি কেবল জানি, আমরা বিশ্বকাপের বাইরে। এটা হতাশার এবং এই দলের খেলোয়াড়দের ছেড়ে চলে যাওয়াটা বেদনার।’ দলছুট হতে পারেন বর্তমান কোচ ভেনচুরাও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর