বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভিক্টোরিয়ানসের তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের দরকার ছিল মাত্র ১৪০ রান। ইমরুল কায়েস ৩৬ বলে ৪৫, জস বাটলার ৩১ বলে ৪৪। এই দুই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় কুমিল্লা। চার ম্যাচে ভিক্টোরিয়ানসের তৃতীয় জয় এটি। গতকাল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৩৯ রান করেছিল চিটাগং ভাইকিংস। দুই ওপেনার সৌম্য সরকার ও লুক রঞ্চি ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিংয়ের কারণে বড় স্কোর করতে পারেনি সাগরপাড়ের দলটি। দুর্দান্ত বোলিং করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের আফগান স্পিনার রশিদ খান। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। কাল চিটাগংয়ের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেননি। অথচ তাদের তারকা ব্যাটসম্যান এনামুল হক বিজয় ব্যাটিং করারই সুযোগ পাননি। এ ম্যাচে চিটাগং ভাইকিংসের ছয় ব্যাটসম্যান ব্যাটিং করেছেন। বিজয় ছিলেন মিসবাহর কাছে ব্রাত্য। ভাইকিংসের স্কোরটা আরও বড় হতে পারত। কিন্তু ওয়ান ডাউনে নেমে লঙ্কান দিলশান মুনাবিরা ২৫ বল খেলে করেন ১৯ রান। তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৭৬। চার নম্বরে নামা সিকান্দার রাজা ২৪ বলে করেছেন ২০, স্ট্রাইক রেট মাত্র ৮৩। তিন ও চার নম্বরে নামা দুই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট যেন নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ফল।

সর্বশেষ খবর