শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জয়ের সন্ধানে সাইপ্রাসে রিয়াল

ক্রীড়া ডেস্ক

জয়ের সন্ধানে সাইপ্রাসে রিয়াল

দিনকাল মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। টটেনহ্যামের কাছে পরাজয় আর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের ঘটনা জিদানের দুর্দান্ত কোচিং ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কিন্তু জিদান অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন, তার শিষ্যরা ঠিক ঠাকই খেলে চলেছে। জিদানের শিষ্যরা আজ জয়ের সন্ধানে ছুটে চলেছে সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার মাঠে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে টটেনহ্যামের কাছে হেরে যাওয়ায় এইচ গ্রুপের শীর্ষে থেকে নকআউটপর্বে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে টটেনহ্যাম (১০)। রিয়াল মাদ্রিদ দুই নম্বরে (৭)। হাতে আছে আর মাত্র দুই ম্যাচ। এই অবস্থায় আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে সাইপ্রাস যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। অ্যাপল নিকোশিয়ার মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোসরা। আগের লেগে সাইপ্রাসের এই ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। নকআউটপর্ব নিশ্চিত করার জন্য তো বটেই, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যও আজকের ম্যাচ জয় করা জরুরি জিদানের শিষ্যদের। অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেবল রিয়াল মাদ্রিদকে জিতলেই হবে না অন্যদিকে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে হারতে হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে। এদিকে আজ এফ গ্রুপ থেকে আগেই নকআউটপর্ব নিশ্চিত করা পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে ডাচ ক্লাব ফেনর্ডের। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটপর্ব খেলবেন আগুয়েরোরা। এই গ্রুপে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার মুখোমুখি হচ্ছে নেপোলির। ইতালিয়ানদের সঙ্গে ড্র করলেই নকআউটপর্ব নিশ্চিত হবে শাখতারের। এফ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। ৯ পয়েন্ট নিয়ে শাখতার দুই নম্বরে ও ৩ পয়েন্ট নিয়ে নেপোলি আছে তিন নম্বরে। ই গ্রুপে লিভারপুলের সামনেও আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হচ্ছে অলরেডরা। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটপর্ব খেলবে। অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সেভিয়ার জন্য নকআউটপর্ব খেলতে হলে জয়ের বিকল্প নেই। স্পার্টাক মস্কো এই গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। তারা আজ স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবরের মুখোমুখি হচ্ছে।

 

সর্বশেষ খবর