শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে রাশিয়া বিশ্বকাপ!

ক্রীড়া ডেস্ক

চ্যালেঞ্জের মুখে রাশিয়া বিশ্বকাপ!

রাশিয়ায় রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপ কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন মস্কো ল্যাবের দায়িত্বে থাকা গ্রিগরি রডচেনকভ। এই নিয়ে ক্রীড়া দুনিয়ায় এখনো হইচই হচ্ছে। এবার তার সঙ্গে আলোচনার চেষ্টা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গ্রিগরির দেওয়া তথ্যমতে, ২০১৪ বিশ্বকাপে অংশ নেওয়া রাশিয়ান দলের সদস্যসহ মোট ৩৪ জন ফুটবলারকে রাষ্ট্রীয়ভাবে ডোপ দেওয়া হয়েছিল। এসব তথ্য প্রকাশ হওয়ার পর ফিফা এই নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইল এসব তথ্য জানিয়েছে। ফিফার একজন মুখপত্র ইংরেজি এই দৈনিককে বলেছেন, ‘আলোচনাটা চলছে। আর ফিফা বিভিন্ন বিষয় বিবেচনা করেও দেখছে।’ ডোপ কেলেঙ্কারির কারণে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করা হতে পারে। এখন বিশ্বকাপ নিয়েও পুনরায় চিন্তা করার প্রয়োজন পড়েছে ফিফার। দুই সপ্তাহ পর ক্রেমলিনে আগামী বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে এসব বিষয় সামনে আসায় অনেক কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। হুমকি দেখা দিয়েছে বিশ্বকাপ নিয়েও। ফিফার পক্ষ থেকে কোনো নেতিবাচক পদক্ষেপ নেওয়া হলে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্যও বিষয়টা খারাপ হয়ে দাঁড়াবে। অবশ্য রাশিয়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক। তবে রাশিয়ার ওপর কঠোর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে ফিফা। এর কারণ হিসেবে রাশিয়ার সাবেক ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকোর কথাও আলোচনায় আসছে। তিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী। তাছাড়া রাশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনেরও প্রধান তিনি। বিশ্বকাপের আয়োজক হওয়ার ক্ষেত্রে মুটকোর অবদানই সবচেয়ে বেশি। সবদিক বিবেচনায় এবার বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেল রাশিয়া!

সর্বশেষ খবর