মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কোহলির সেঞ্চুরির হাফসেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

ইডেন গার্ডেনে আগের ছয় ইনিংসে হাফসেঞ্চুরি ছিল না একটিও। এবার শুধু ৫০ নয়, বিরাট কোহলির ব্যাট থেকে বেরিয়ে এলো দারুণ এক শতক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটি ড্র হয়েছে। কিন্তু রেকর্ডের খাতায় ঠিকই নাম লিখিয়ে ফেলেছেন ভারতের অধিনায়ক। অপরাজিত ১০৪। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০তম। ছুঁয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ইনিংসে ৫০ সেঞ্চুরির রেকর্ডও। ৩৪৮ ইনিংসে সেঞ্চুরি হাফসেঞ্চুরি  পূরণ করলেন কোহলি। ৫০ সেঞ্চুরি করতে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলারও লেগেছিল ৩৪৮ ইনিংস।

আমলা ভেঙেছিলেন টেন্ডুলকারের রেকর্ড। ৫০ সেঞ্চুরি করতে এই গ্রেট ক্রিকেটারের লেগেছিল ৪১৬ ইনিংস। ভারতের অধিনায়ক হিসেবে কোহলির এটি একাদশ সেঞ্চুরি। ভারতের হয়ে টস করার ম্যাচে ১১টি সেঞ্চুরি করেছিলেন সুনিল গাভাস্কারও। অধিনায়ক মো. আজহারুল উদ্দিনের সেঞ্চুরি ছিল ৯টি। অধিনায়ক হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ডও স্পর্শ করলেন কোহলি।

সর্বশেষ খবর