মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাঠের বাইরে রামোস

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবারের ম্যাচে নাকে আঘাত পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ৩৭তম মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাসের পায়ে লেগে নাকে ব্যথা পান এই স্প্যানিশ ডিফেন্ডার। তবে চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময়টা ঠিকই খেলে যান তিনি। দ্বিতীয়ার্ধে আর তাকে মাঠে নামাননি কোচ জিনেদিন জিদান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জিদান বলেছিলেন, ‘নাকে চিড় ধরা পড়েছে। আমার মনে হয় নাকটা ভেঙেই গেছে।’ অবশেষে জিদানের শঙ্কাই সত্য হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর