শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাইবাসের ১০ বছরের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

পাইবাসের ১০ বছরের পরিকল্পনা

রিচার্ড পাইবাস ২০১২ সালে বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পর বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার পরও সংক্ষিপ্ত তালিকায় কেন তিনি? এক সংবাদকর্মীর এমন প্রশ্নে স্মিত হেসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এখনো সেই কথাই বলছেন তিনি। আমি স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি আসতে চান কেন? তিনি তারও একটা উত্তর দিয়েছেন। আমার মনে হয় না, এগুলো বাইরে বলার দরকার আছে।’

মজার বিষয় হচ্ছে, পাইবাস এর আগে বাংলাদেশের কোচের দায়িত্বে পাঁচ মাস ছিলেন আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই। তার কোচিংয়েই ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। সব মিলে ৮টি টি-২০ খেলেছেন টাইগাররা। এরপর বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপড়েন হওয়ায় চাকরি ছেড়ে চলে যান পাইবাস। সেই পাইবাসই এবার বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের সামনে দক্ষিণ আফ্রিকান এই কোচ তার পরিকল্পনা তুলে ধরেছেন। বাংলাদেশকে নিয়ে তিনি ১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন। পাইবাসের পরিকল্পনা পছন্দও হয়েছে বিসিবির অনেকের। এ সম্পর্কে বিসিবি-প্রধান বলেন, ‘পাইবাসের উপস্থাপনা অবশ্যই ভালো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা ভালো। ও অনেক দূরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে। ১০ বছরের একটা পরিকল্পনা নিয়ে কাজ করবে। ও লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এসেছে। কিন্তু আমাদের দুটোই দেখতে হবে। লং টার্ম, শর্ট টার্ম দুটোই দেখতে হবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও যা চায়, যেমন চায় এখনই হয়তো সব পারব না। তবে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্যই ভালো হবে।’ পাইবাসের ১০ বছরের পরিকল্পনায় কী কী রয়েছে তা নিয়ে কোনো কথা বলেননি পাপন। তবে পাইবাসকে এখনই চূড়ান্ত করা হচ্ছে না। সংক্ষিপ্ত তালিকায় আরও যেসব কোচের নাম আছে তাদের সঙ্গেও কথা বলবে বিসিবি। ৯ ডিসেম্বর ফিল সিমন্সের সাক্ষাত্কার নেবে বিসিবি। এর মাঝে আরও এক কোচের সাক্ষাত্কার নেওয়ার কথা। ১০ ডিসেম্বরের বোর্ড মিটিংয়েই চূড়ান্ত করা হবে কে চন্দিকা হাতুরাসিংহের স্থলাভিষিক্ত হচ্ছেন। এখন চলছে বিপিএল। এর পরই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি, ‘শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে কিনা এ মুহূর্তে বলা মুশকিল। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব একজন কোচ নিয়ে নেওয়ার।’ নতুন কোচ নিয়োগের ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফির সঙ্গে কথা হয়েছে, তামিমের সঙ্গে কথা হয়েছে, সাকিবের সঙ্গেও কথা হয়েছে। আরও অনেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। একেকজনের একেক রকম চিন্তাধারা, সেটা আমরা শুনেছি। অনেকে হয়তো মনে করে, বিদেশি কোনো কোচেরই দরকার নেই। অনেকে মনে করে স্থানীয় কোচ হলে ভালো হয়। অনেকে মনে করে, তাদের কোচেরই দরকার নেই। অনেকের অনেক রকম চিন্তাধারা তো থাকবেই। বোর্ড সিদ্ধান্ত নেবে কোনটা করলে ভালো হয়।’ বাংলাদেশ এখন ক্রিকেটবিশ্বে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজার মতো বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন। তাদের সঠিকভাবে পরিচালনা করতে হলে হাইপ্রোফাইল কোচই প্রয়োজন। পাইবাস কি হাইপ্রোফাইল কোচের তালিকায় পড়েন? ভালো কোচ পাওয়া যাচ্ছে না বলেই কি পাইবাসকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে? উত্তরে নাজমুল হাসান বলেন, ‘ভালো কোচ যে একেবারে পাওয়া যাচ্ছে না তাও পুরোপুরি ঠিক নয়। হ্যাঁ, ভালো কোচ যারা তারা এরই মধ্যে কোথাও না কোথাও কাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আছেন সেখান থেকে আমাদের এখানে আসবেন কিনা। আমাদের এখানে আসতে পারবেন কিনা। কেউ আছেন যারা এ মুহূর্তে আসতে পারবেন না, এক বছর পরে আসবেন। কেউ দুই বছর পরে আসতে পারবেন। তার চুক্তি শেষ হলে আমাদের এখানে আসতে চান। কিন্তু আমাদের এত সময় অপেক্ষা করার তো কোনো সুযোগ নেই। তা ছাড়া পাইবাস কিন্তু উঁচুমানের একজন কোচ। তার রেপুটেশন এমনই আছে। কাজেই ভালো কোচ পাওয়া যাচ্ছে না ব্যাপারটা ঠিক নয়।’ রিচার্ড পাইবাসের সঙ্গে বিসিবি যোগাযোগ করেনি। তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন। পাপন বলেন, ‘উনি নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছেন। তার কাছে মনে হয়েছে, বাংলাদেশ দল এখন ভালো করছে, একটা পর্যায়ে পৌঁছেছে। তার মনে হয়েছে, বাংলাদেশের ক্রিকেট এখন যেভাবে চলছে তাতে শুধু তিনি নন যে কোনো কোচই এখন বাংলাদেশে কাজ করতে চান।’

সর্বশেষ খবর