শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাকিব ম্যাজিকে ঢাকার জয়

ক্রীড়া প্রতিবেদক

সাকিব ম্যাজিকে ঢাকার জয়

বিপিএলে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৭, বোলিংয়ে ১৩ রানে ২ উইকেট নিয়ে ঢাকার জয়ের পেছনে মূল ভূমিকা রাখেন। ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। —রোহেত রাজীব

ঢাকা ডায়নামাইটসের কাছে ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। কিন্তু রংপুর রাইডার্সের কাছে ম্যাচের কোনো গুরুত্বই ছিল না। তাই তো উত্তরাঞ্চলের দলটি রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ঝালাই করে নিলেন। ক্রিস গেইল, মাশরাফি, মালিঙ্গা এমনকি নিয়মিত একাদশে থাকা সোহাগ গাজীকেও বিশ্রামে রেখেছিল রংপুর। তবে মজার বিষয় হচ্ছে দ্বিতীয় শ্রেণির দল নিয়েও ঢাকাকে কাঁপিয়ে দিয়েছিল রাইডার্স। মাত্র ১৩৭ রানেই ঢাকাকে আটকে দিয়েছিল রংপুরের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সহজ লক্ষ্যেও পৌঁছাতে পারেনি তারা। ২০ ওভারে মাত্র ৯৪ রান করেছে রংপুর। ৪৩ রানে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে ঢাকা। কোয়ালিফায়ারে এখন তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইটানস।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ রানে ৫ উইকেট হারায় ঢাকা। তবে শেষ দিকে অধিনায়ক সাকিব আল হাসানের দাপুটে ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর করে ডায়নামাইটস। সাকিব ৩৩ বলে অপরাজিত ৪৭ রান করেন। বল হাতেও দাপট দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পেয়েছে ঢাকা। গতকাল মাশরাফি না থাকায় রংপুরকে নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র ১৩৮ রানের জয়ের টার্গেটে পৌঁছাতে না পারায় আক্ষেপ করেন তিনি। তবে কালকের উইকেট নিয়ে সন্তুষ্ট নন এই কিউই ব্যাটসম্যান। ম্যাককালাম বলেন, ‘আমার মনে হয় এটা খুব ‘পুওর’ উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে মানুষজন রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

এদিকে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে তারা সিলেট সিক্সার্সকে ২৫ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ৪ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস সর্বোচ্চ ৬৫ রান করেন। পরে সিলেট ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে।

 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডাইনামাইটস : ১৩৭/৭ (২০ ওভার), রংপুর রাইডার্স : ৯৪/৭ (২০ ওভার)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭০/৪ (২০ ওভার), সিলেট সিক্সার্স : ১৪৫/৭ (২০ ওভার)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর