বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফের রহমতগঞ্জে আটকাল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

ফের রহমতগঞ্জে আটকাল শেখ জামাল

আগের দিন শেখ রাসেলের সঙ্গে ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল তারা। যৌথভাবে শীর্ষে থাকার সুযোগ এসেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। গতকাল সাইফ ব্যাটারি পেশাদার লিগে রহমতগঞ্জের সঙ্গে ড্র করায় সুযোগটা কাজে লাগাতে পারল না শেখ জামাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা। এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল শেখ জামাল। সমান ম্যাচে ঢাকা আবাহনী ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। ১৯৭৭ সালে লিগে রানার্সআপ ও লিবারেশন কাপে রানার্সআপ ছাড়া ঘরোয়া ফুটবলে রহমতগঞ্জের বড় কোনো প্রাপ্তি নেই। কিন্তু বড় দলের পয়েন্ট কেড়ে নেওয়ায় ঢাকা ফুটবলে তাদের পরিচয় জায়ান্ট কিলার বলেই। এবার লিগে প্রথম পর্বে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছিল। তাই সতর্ক হয়েই মাঠে নেমেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় পর্বে টানা তিনম্যাচেই জয় পেয়েছিল শেখ জামাল। গতকালও একের পর এক আক্রমণ করেছে। ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও জয়ের মুখ দেখেনি। বরং শেষ দুই মিনিটে সমতা ফিরিয়ে পরাজয় রক্ষা করেছে। ২৭ মিনিটে দাউদাসিসার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। রক্ষণভাগ একটু সতর্ক থাকলেই গোল রক্ষা করতে পারত শেখ জামাল। সিসা তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জালে বল পাঠাল। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে শেখ জামাল। আক্রমণ আর আক্রমণ। তবু প্রথমার্ধে পিছিয়ে থাকে অভিজাত পাড়ার দলটি। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে সলোমন কিং এনে দেন কাঙ্ক্ষিত গোল। ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয় শিরোপা প্রত্যাশী শেখ জামালকে।

দিনের দ্বিতীয় ম্যাচে টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে ঢাকা মোহামেডান। পুরান ঢাকার ফরাশগঞ্জকে ২-০ গোলে পরাজিত করে তারা। বিজয়ী দলের অগাস্টিন দুটি গোল করেন।

সর্বশেষ খবর