বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুব বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। পাকিস্তান যুবাদের কাছে হেরে যায় ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে। যুব এশিয়া কাপের সেই আত্মবিশ্বাস নিয়ে যুব বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের আসর বসবে। আগের আসরের আয়োজক ছিল বাংলাদেশ। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল টাইগার যুবারা। এবারও টার্গেট সেমিফাইনাল। গতকাল ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে একমাত্র নতুন মুখ বাঁ হাতি স্পিনার টিপু সুলতান। যুব এশিয়া কাপ খেলা দল থেকে বাদ পড়েছেন শাখাওয়াত হোসেন। দলকে নেতৃত্ব দিবেন সাইফ হাসান। সহ অধিনায়ক স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ১৩ জানুয়ারি নিউজিল্যান্ডে শুরু যুব বিশ্বকাপ এবং ফাইনাল ৩ ফেব্রুয়ারি। যুব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। ১৩ জানুয়ারি প্রথম ম্যাচ নামিবিয়া, ১৫ জানুয়ারি কানাডা ও ১৮ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দল ঘোষণার সময় যুব স্কোয়াডের প্রধান নির্বাচক এহসানুল হক সেজান বলেন, ‘দলটি নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আশা করছি এবারও সেমিফাইনাল খেলবে দল।

সর্বশেষ খবর