সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিরোপার ত্রিমুখী লড়াই

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার ত্রিমুখী লড়াই

ছোট হয়ে আসছে পেশাদার ফুটবল লিগ। যতই শেষের দিকে এগুচ্ছে ততই শিরোপার লড়াইয়ে উত্তেজনা বেড়েই চলেছে। ১২ দলের লিগে শিরোপা লড়াই ত্রি-মুখী হয়ে উঠেছে। প্রথম পর্ব শেষে লড়াই ছিল চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যে। দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং হারিয়ে দেয় ঢাকা আবাহনীকে। মনে হচ্ছিল নবাগত সাইফও ভালোভাবে টিকে থাকবে। পরবর্তীতে দুই ম্যাচ ড্র করায় তারা পিছিয়ে গেছে। এখন চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী ও শেখ জামাল এই তিন দলের মধ্যে যে কেউ শিরোপা জিততে পারে। সাইফের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। ঢাকা মোহামেডান ও শেখ রাসেল মধ্যম সারির দল গড়েছিল। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা নেই। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান কোথায় দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়।

চট্টগ্রাম আবাহনী এক সময় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। কিন্তু প্রথম পর্বে ঢাকা আবাহনীর কাছে হেরে শক্ত অবস্থানটা ধরে রাখতে পারেনি। এবার লিগে কেউ অপরাজিত নয়। দুই পর্বে একেকটি দল ২২টি করে ম্যাচ খেলবে। ঢাকা আবাহনী ১৬টি ম্যাচ খেলেছে। শেখ রাসেলকে হারিয়ে তারা ৩৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। বন্দরনগরীর দলটি এক ম্যাচ কম খেলেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে। আজ চট্টগ্রাম আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। জিতলেই ৩৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবে। শেখ জামাল ও আরামবাগ মুখোমুখি হবে। জিততে পারলে ৩৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকবে। তিন দলই কাছাকাছি অবস্থান করছে। কে যে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। ঢাকা আবাহনী হ্যাটট্রিকসহ সর্বোচ্চ পাঁচবার লিগ জিতেছে। এবার জিতলে ৬ষ্ঠ বারের মতো ট্রফি ঘরে তুলবে। শেখ জামাল নামে আবির্ভাবের পর তারাও তিনবার লিগ জিতেছে। চতুর্থবারের মতো শিরোপা জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলের অবস্থান নিচে। তিন দল ছাড়া অন্য কারও লিগ জয়ের সম্ভাবনা নেই। চট্টগ্রাম আবাহনী ফেডারেশন কাপ এমনকি শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। দুই বছর ধরে শক্তিশালী দল গড়ার পর গত মৌসুমে লিগে রানার্সআপ হয়েছে। নতুন চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এখনো শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনী-শেখ জামাল দুই আবাহনীর লড়াই বাকি রয়েছে। টেবিলে যে অবস্থা তাতে মনে হয় বড় দলের শেষ ম্যাচের আগে শিরোপা নিষ্পত্তি হবে না। দর্শক নেই, তবুও অনেক দিন পর শিরোপার লড়াই জমজমাট হয়ে উঠেছে। দুই আবাহনী না শেখ জামাল চ্যাম্পিয়ন হবে তা সময়ই বলে দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর