সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ড্র

কারা হচ্ছে বার্সা-রিয়ালের প্রতিপক্ষ?

ক্রীড়া ডেস্ক

কারা হচ্ছে বার্সা-রিয়ালের প্রতিপক্ষ?

টানা চারটা মৌসুম স্প্যানিশরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদই জিতেছে তিনবার। বার্সেলোনা একবার। স্প্যানিশদের এই আধিপত্য এবারেও কী দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে! নির্ভর করছে নকআউট পর্বে কাদেরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বার্সা আর রিয়াল। আজ শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের নিয়নে। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার পর ফেবারিটদের অনেকেই দুই নম্বর পটে অবস্থান করছে। এর ফলে এবারের শেষ ষোল বেশ কঠিন হবে।

এক নম্বর পটে আছে বার্সেলোনা, ম্যানইউ, পিএসজি, ম্যানসিটি আর লিভারপুলের মতো দল। দুই নম্বর পটে আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি ও জুভেন্টাসের মতো দল। এর অর্থই হলো শেষ ষোলতে রিয়াল মাদ্রিদের দেখা হতে পারে ম্যানইউ, লিভারপুল, ম্যানসিটি কিংবা পিএসজির সঙ্গে। বার্সেলোনার দেখা হতে পারে বায়ার্ন মিউনিখ, চেলসি এবং জুভেন্টাসের সঙ্গে। শেষ ষোলতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে ফেবারিটরা। এর অর্থই হলো, এবার শেষ ষোল থেকেই বিদায় নিতে হতে পারে শিরোপা প্রত্যাশীদের! অবশ্য বেঁচে যেতে পারে দুই নম্বর পটে থাকা রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এক নম্বর পটে থাকা ইতালিয়ান ক্লাব রোমা এবং তুর্কি ক্লাব বেসিকতাসের মুখোমুখি হতে পারে রিয়াল ও বায়ার্ন। সেক্ষেত্রে শেষ ষোলর বাধা পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া সহজই হবে চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিটদের। 

সর্বশেষ খবর