সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

১১২ রানে অল আউট ভারত

ক্রীড়া ডেস্ক

টেস্টে কিছুটা সরব থাকলেও ওয়ানডেতে শ্রীলঙ্কার অবস্থা নাজুকই বলা যায়। কোহলির ভারতের বিপক্ষে এই শ্রীলঙ্কাই গতকাল ওয়ানডে সিরিজ খেলতে নামে। অনেকের ধারণা ছিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে শ্রীলঙ্কা পাত্তাই পাবে না। কিন্তু হলো উল্টোটা, যা আবার হলো তা অবিশ্বাস্যই বলা যায়। ধর্মশালায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে ভারত ১১২ রানেই অল আউট। পরে শ্রীলঙ্কা ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায়।

৭ উইকেটে জয় কোনো ফ্যাক্টর নয়। কিন্তু বিখ্যাত ব্যাটসম্যান নিয়ে গড়া ভারতের ১১২ রানে অল আউটটা এই সময়ে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। এত কম রানে অলআউট হবে তা কেউ ভাবতেই পারেনি। ৩৮.২ ওভারেই স্বাগতিকদের ইনিংস শেষ। দলীয় ২৯ রানের মাথায় ভারতের ৭ উইকেট পড়ে যায়। এ অবস্থায় রান দুই অঙ্কে যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত ৮৭ বলে ধোনি ৬৫ রান তুললে স্বাগতিকদের সংগ্রহ ১০০ পেরিয়ে যায়। অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচ খেলেননি।

কুলদ্বীপ যাদব ১৯, ঋত্বিক পান্ডে ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শ্রীলঙ্কার লাকমল ১৩ রানে ৪, প্রদীপ ৩৭ রানে ২টি উইকেট পান।

১১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ রানে শ্রীলঙ্কার ২ উইকেট পড়ে গেলেও পরবর্তীতে বিপর্যয় কাটিয়ে উঠে। উপুল থারাঙ্গা ৪৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর