সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ধারাভাষ্যকার প্রতিযোগিতা

সেরা তিনের নাম ঘোষণা আজ

ক্রীড়া প্রতিবেদক

শেষ হতে চলেছে ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রীড়া ধারা ভাষ্যকার সমিতি আয়োজিত ট্যালেন্ট হ্যান্টের এ প্রতিযোগিতায় বিপুল সাড়া পড়েছিল। নতুন ধারাভাষ্যকার হতে অডিশনে প্রতিযোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অডিশন থেকে প্রাথমিকভাবে ৩৫ জনকে বাছাই করা হয়। এরপর সেরা ১০ জনকে  নিয়ে প্রতিযোগিতা। আজ বনানী স্থানীয় এক হোটেলে ১০ জনের মধ্যে থেকে বাছাই করা হবে সেরা তিনজনকে। বিচারকরা ঘোষণা করবেন চ্যাম্পিয়ন, বেস্ট রানার আপ ও রানার আপের নাম। যিনি প্রথম হবেন তাকে দেওয়া হবে ১ লাখ টাকার পুরস্কার। বেস্ট রানার আপ ও রানার আপের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে আছেন দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফাত।

তিনি জানান, ট্যালেন্ট হ্যান্টে এতটা সাড়া পড়বে ভাবতেই পারেনি। অনেকেরই ধারা বর্ণনা ভালো লেগেছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে তিন জনকে বাছাই করা হবে।

আমার বিশ্বাস যে পদক্ষেপ আমরা নিয়েছি তাতে দেশে ধারাভাষ্যকারের সংকট কিছুটা হলেও কেটে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর