বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রংপুরের রঙিন উদ্‌যাপন

মেজবাহ্-উল-হক

রংপুরের রঙিন উদ্‌যাপন

ভক্তদের নিয়ে কেক কেটে রংপুর রাইডার্সের বিজয় উদযাপন করেন ফ্র্যাঞ্চাইজি দলটির কর্ণধার সাফওয়ান সোবহান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ইয়াশা সোবহান, দুই সন্তান মেয়ে রেনিয়া সোবহান ও ছেলে সেজাত সোবহান —রোহেত রাজীব

‘রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন, রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন’— ড্রামের তালে তালে চলে স্লোগান ও নৃত্য। শত শত ভক্ত বিজয় মিছিল নিয়ে গতকাল বিকালে ঢুকে পড়েন রংপুর রাইডার্সের কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের বাড়ির গেট দিয়ে। বাড়ির সামনের মাঠে জমায়েত হয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। মিনিট কয়েক পরে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন সাফওয়ান সোবহান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ইয়াশা সোবহান, মেয়ে রেনিয়া সোবহান ও ছেলে সেজাত সোবহান।

তারপর ভক্তদের উদ্দেশে সাফওয়ান সোবহান ‘ভি’ সাইন দেখিয়ে চিৎকার করে বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন!’ এ সময় ভক্তরা ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের সঙ্গে নিয়ে স্ত্রী ও দুই সন্তান মিলে বিশাল আকারের কেক কেটে সেলিব্রেশন করেন।

আগের রাতেই ঢাকা ডায়নামাইটসকে গুঁড়িয়ে দিয়ে রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে, তা যেন বিশ্বাসই করতে পারছিলেন রাইডার্স কর্ণধার। সবকিছু যেন তার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল। আনন্দে কথাই বলতে পারছিলেন না।

কেক কাটার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সাফওয়ান সোবহান বলেন, ‘আমি অভিভূত। রংপুর রাইডার্সের এই সাফল্যে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এই খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বিজয়টা আমার কাছে ছিল খুবই অপ্রত্যাশিত।’

এবারই প্রথম বিপিএলের দল রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান। আর প্রথম আসরেই বাজিমাত। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসরা বসুন্ধরা গ্রুপকে প্রথম আসরেই এনে দিয়েছেন শিরোপা। তবে এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কথা হয়তো চিন্তাও করেনি বসুন্ধরা। টার্গেট ছিল শেষ চারে ওঠা। কিন্তু মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে গেল রংপুর। দলের এমন সাফল্যে যারপরনাই খুশি সাফওয়ান সোবহান, ‘এবারের আসরে রংপুর রাইডার্স হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়েছে। তবে চ্যাম্পিয়ন হবে এটা আশা করিনি। আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি।’

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে রংপুরে নিয়ে গিয়ে তিন দিনের একটা ব্যতিক্রমী প্রোগ্রাম করেছিল রংপুর রাইডার্স। দলের কর্ণধার উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের কথা দিয়েছিলেন ভালো কিছু করার। সেই কথা রেখেছেন সাফওয়ান সোবহান, ‘আমরা রংপুরের মানুষদের কথা দিয়েছিলাম, ভালো কিছু করব। তা করে দেখিয়েছি। এই ট্রফি নিয়ে আমরা রংপুরে যাব। সেখানেও সেলিব্রেশন হবে।’

চ্যাম্পিয়ন হওয়ার পর যেন রংপুর রাইডার্সের শিরোপাক্ষুধা আরও বেড়ে গেছে। সামনের আসরে সাফল্যের জন্য এখন থেকেই কাজ করবে রাইডার্স, এমন কথাই জানালেন দলটির কর্ণধার, ‘সামনের আসরেও আমরা অনেক ভালো কিছু করব। বছরজুড়েই রংপুর রাইডার্স নিয়ে কাজ করব। আমাদের আরও অনেক পরিকল্পনা আছে। আমাদের সমর্থন দেওয়ার জন্য রংপুরের সমর্থকদের অভিনন্দন।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর