রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্পেনের বিশ্বকাপ অনিশ্চিত!

ক্রীড়া ডেস্ক

বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। তরুণদের নিয়ে দারুণ একটা দল গড়ে তুলেছে তারা। রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে এরই মধ্যে নিজেদেরকে প্রমাণ করেছে লা রোজা ফুরিয়ারা। কিন্তু রাশিয়া বিশ্বকাপ খেলা হবে তো স্পেনের! সার্জিও রামোসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ফিফা। এমনকি এই অভিযোগে বিশ্বকাপ থেকে স্পেনের নাম কেটে দিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফার পক্ষ থেকে গতকাল এএফপিকে নিশ্চিত করা হয়েছে যে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এরই মধ্যে চিঠি লেখা হয়েছে। তাদেরকে জানানো হয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০১৮ বিশ্বকাপ থেকে বরখাস্ত করা হতে পারে স্পেনকে। অবশ্য এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো র‌্যাজোয় ফিফার পক্ষ থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছিলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাঞ্জেল মারিয়া ভিয়ার গত জুলাইতে ফান্ড আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এই কারণে পদত্যাগ করেছেন তিনি। তার স্থানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন হুয়ান লুইস ল্যারিয়া। স্প্যানিশ ন্যাশনাল স্পোর্টস এজেন্সি এরই প্রতিবাদ করেছে। এদিকে ফিফার পক্ষ থেকে দেওয়া চিঠিতে স্পেনকে সতর্ক করে মন্তব্য করা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনে উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নিবে না ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটা সদস্য রাষ্ট্রকেই ফেডারেশন চালাতে হবে সম্পূর্ণ স্বাধীনভাবে। যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হলে ফিফা সেই ফেডারেশনকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে। শিগগিরই ফিফা এবং উয়েফার প্রতিনিধি দল মাদ্রিদ যাচ্ছে সবকিছু পর্যবেক্ষণ করতে। এই প্রতিনিধি দল নেতিবাচক রিপোর্ট দিলেই স্পেনের বিশ্বকাপ খেলা পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে।

সর্বশেষ খবর